Header Ads

একই দিনে চারটি রাস্তার শিলান্যাস বিধায়ক অমরেরঃ তিন মাসেই কাজ সম্পন্ন হওয়ার আশ্বাস

 


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ রবিবার একই দিনে চার-চারটি রাস্তার কাজের শিলান্যাস করলেন কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। তিনটি রাস্তার পুনঃনির্মাণ ও একটি রাস্তা নির্মাণের শিলান্যাস করেন তিনি। চারটি রাস্তার মোট দৈর্ঘ্য হবে প্রায় এগারো কিলোমিটার। এতে কালাইন ধুমকর থেকে কুরকুরি হয়ে বিক্রমপুর পর্যন্ত মোট ১ কোটি ১২ লক্ষ ৮৩ হাজার ১৫০ টাকা ব্যয়ে ৪.৫০ কিলোমিটার রাস্তার পুনঃনির্মাণের কাজ সম্পন্ন হবে। কাজটি সম্পন্ন করবেন মেসার্স এস ডি এন্টারপ্রাইজ। বিহাড়া গড়েরভিতর জিপির দীননাথপুর থেকে কায়ুঙ ভেলি পর্যন্ত ৬২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তার পুনঃনির্মাণের কাজ সম্পন্ন করা হবে। এই কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার মকবুল আহমদ বড়ভূইয়া। সেউতির ভুবনেশ্বর নগর থেকে বানাইমুল্লা পর্যন্ত ৩.৫০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা। এই কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার হলেন আলতাফ হোসেন চৌধুরী।



পশ্চিম কাটিগড়ার খেলমা দ্বিতীয় থেকে খেলমা পঞ্চম পর্যন্ত ১.২০ কিলোমিটার রাস্তা নির্মাণের বরাদ্দকৃত নির্মাণ ব্যয় ৯৫ লক্ষ ৫৬ হাজার ৭৫৩ টাকা। এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হলেন ফারুক ইসলাম মাজারভূইয়া। রাস্তার কাজের শিলান্যাস করে বিধায়ক অমর চাঁদ জৈন বিগত পাঁচ বছরে তার উন্নয়নের খতিয়ান তোলে ধরেন। তিনি ঠিকাদার দের রাস্তার কাজের গুণগত মান সঠিক  রাখার জন্য কড়া নির্দেশ দেন। নয়াঠাহর সংবাদ প্রতিনিধির প্রশ্নের জবাবে বিধায়ক বলেন, আগামী তিন মাসের মধ্যেই সব গুলি রাস্তার কাজ সম্পন্ন করা হবে। এদিনের শিলান্যাস পর্বে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কাটিগড়া পূর্ত সড়ক বিভাগের মূখ্য বাস্তুকার বিশ্বজিৎ নাথ, সহকারী মূখ্য বাস্তুকার কে পি দে, বিজেপি নেতা অসিত বরণ দে সহ উপস্থিত ঠিকাদার ও স্থানীয় জনগণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.