Header Ads

রাজ্যে ২ লক্ষাধিক ভুয়ো রেশন কার্ড, কোটি কোটি টাকা আত্মসাৎ



অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভাতে কংগ্রেস দলের দুর্গা ভুমিজ ডুমদুমার বাঘযান তেল কূপে অগ্নিকান্ডে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেনবিরোধী দলপতি দেবব্রত শইকিয়া ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ১০০ দিনের বেশি হয়ে গেল আগুন নেভানো গেল না। শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জানান, এক-দু-মাসের মধ্যে আগুন নেভানো হবে কানাডা থেকে একদল বিশেষজ্ঞ চার্টার্ড বিমানে আসবে  তিনি বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বাঘজান পরিদর্শন করে কয়েকটি প্যাকেজ ঘোষণা করেছেন। সেখানে ডুমদুমা থেকে তিনসুকিয়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ, এই পর্যটন কেন্দ্র গড়ে দেওয়া, একটি মডেল হাসপাতাল, বাঘজানের জল-মাটি-বায়ু পরীক্ষা, মহিলা গোষ্ঠীকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত আজ উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যে বন্যার থেকে ধসের সমস্যা ভয়ঙ্কর হয়ে উঠছে। তিনি বিধানসভাতে এআইইউডিএফ-এর আমিনুল ইসলামের এক প্রশ্নের জবাবে জানান, মরিগাঁও, লাহিরিঘাট, সমাগুড়ি প্রভৃতি অঞ্চলের ব্যাপক ধসের কথা উল্লেখ করেন। অগপর প্রদীপ হাজরিকা নিমাতি ঘাট অঞ্চলে বন্যা ও ধসের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেন। মন্ত্রী জানান, ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের পর ধসের সমস্যা বেড়েছে। বিজ্ঞান সম্মতভাবে সমাধানের পথ বার করতে হবে। বিরোধী দল দলপতি দেবব্রত শইকিয়া বিধানসভাতে পেশ করা পি জি আগরওযালা কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে লক্ষ ৩৮ হাজারের বেশি ভুয়া রেশন কার্ড আছে। ১৯৯১ সাল থেকে ২০০০ সালের মধ্যে এই বেআইনি কার্ড ধরা পড়েছে। এই সময় খাদ্য ও সরবরাহ বিভাগের দুটি ফাইল চুরি হয়ে গেছে। লক্ষের বেশি কার্ড থেকে কোটি কোটি টাকার চাল, চিনি, কেরোসিন তেল, আটা প্রভৃতি তুলে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.