শুধুই ভুয়া প্রতিশ্রুতি, আর আসামের সঙ্গে থাকা সম্ভব হবে না : প্রদীপ দত্ত রায়
শিলচরঃ শুধুই ভুয়া প্রতিশ্রুতি, আর আসামের সঙ্গে থাকা সম্ভব হবে না বলে প্রদীপ দত্ত রায় মন্তব্য করে এক
বিবৃতিতে বলেন, সম্প্রতি রাজ্যের টেট শিক্ষক পদে নিযুক্ত হয়েছে ৫০০০ । কিন্তু বরাকের ভাগ্যে জুটেছে মাত্র ২৫।এদিকে
স্বাস্থ্য দফতর থেকে এক হাজার নার্স নিযুক্তি দেওয়া হয়েছে । বরাক উপত্যকা থেকে মাত্র ১১ জন চাকরি পেয়েছে
।রাজ্যের বর্তমান প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগেই শিলচরে
এসে জনসভায় বলে গিয়েছিলেন বরাক উপত্যকায় যেসব চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর
নিযুক্তি দেওয়া হবে তা স্থানীয় যুবক-যুবতীদের হবে । স্বাস্থ্যমন্ত্রী শুধু
মিথ্যা কথা বলেন আর ভুয়ো প্রতিশ্রুতি
দিয়েন । কথায় এবং বাস্তবের কোন মিল নেই তার । টেট শিক্ষকে অন্ততপক্ষে বরাক
উপত্যকায় ৫০০ জনের নিযুক্তি দেওয়া উচিত ছিল । নার্সে এর মধ্যে অন্তত ৫০ জন বরাক
থেকে দেওয়া উচিত ছিল । এর আগে বিভিন্ন
বিভাগে ৭০০ চাকরি হয়েছে কিন্তু বরাক উপত্যকার কেউ পায়নি ।অনেক চিৎকার চেঁচামেচির
পর এইবার এই কয়েকটি যুক্তি দিওয়া হয়েছে
। এ ধরনের বৈষম্য কেন চলছে । মুখ্যমন্ত্রী বারবার বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা
বলে । নামামি বরাক অনুষ্ঠান করেছিলেন । কিন্তু
বৈষম্য কমেনি । কার্যক্ষেত্রে বরাকে
কি হচ্ছে সেটা কি জানেন মুখ্যমন্ত্রী ।বরাক ব্রম্মপুত্রের ঐক্যের কথা যে
আপনি বলুন তা কতটুকু আপনার মন্ত্রীরা বাস্তবায়িত করছে তা তদন্ত করে দেখুন । আসাম
সরকারের কাছে অনুরোধ করছি সরকারিভাবে ঘোষণা করুন ৫০০০ টেট শিক্ষকের মধ্যে কতজন
বরাকের নিযুক্তি পেয়েছে । নার্সে কতজন বরাকের নিযুক্তি হয়েছে । এভাবে চলতে থাকলে
আমরা হয়তো আসামের সঙ্গে আর থাকা সম্ভব হবেনা ।
ভাষা শহীদ স্টেশনের নামাকরন
নিয়েও তারা ছলচাতুরি করছে রাজ্য
সরকার । যেখানে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিয়ে দিয়েছে তারপরও ভাষা শহীদ স্টেশন
নামাকরণ হচ্ছে না ।এভাবে আর কতদিন চলবে ।
কোন মন্তব্য নেই