বিক্রমপুর সমবায়ের সাধারণ সভা স্থগিতঃ পরবর্তী সভা ২৭ শে
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে রবিবার বিহাড়া
বাজার এম.ভি. স্কুলে বিক্রমপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়।
সভার পৌরোহিত্য করেন সমিতির সভাপতি হুরমত আলী। নির্দিষ্ট সংখ্যক সভ্য সভায় উপস্থিত
না হওয়ায় রবিবারের সভা স্থগিত ঘোষণা করেন সমিতির সম্পাদক সঞ্জয় বর্মণ। বিক্রমপুর
সমবায়ের স্থগিত সভা আগামী ২৭ সেপ্টেম্বর
রবিবার একই স্থানে আয়োজিত হবে বলে জানান সম্পাদক সঞ্জয় বর্মণ। ঐ দিন সমিতির
অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য সভার কাছে তোলে ধরা হবে। ঐ দিনের সভায়
দুজন আভ্যন্তরিন হিসাব পরীক্ষক নিয়োগ করা হবে বলে জানা যায়। রবিবারের সভায় সমিতির দীর্ঘদিনের কর্মী নবেন্দু
ভট্টাচার্য ও ডিলার দিলীপ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা
হয়। নবেন্দু ভট্টাচার্য ও দিলীপ দাসের জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন মাধব
সাহা, সুশান্ত দাসগুপ্ত,
হুরমত আলী ও সঞ্জয় বর্মণ।
কোন মন্তব্য নেই