Header Ads

বিরল প্রজাতির সাপ নারায়ন ছড়ায়ঃ সংকটের মুখে বন্যপ্রাণী

 


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বুধবার কাটিগড়া বিধানসভা এলাকায় নারায়ণ ছড়াতে একটি বিরল প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। জনবসতি পূর্ণ এলাকায় সাপটি প্রবেশ করায় গ্রামবাসীরা সাপটিকে আটক করে রাখে। জানা যায় দিন অতিবাহিত হলেও বন বিভাগের সাথে কোন যোগাযোগ করতে না পারায় গ্রামবাসীরা সাপটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেয়। উল্লেখ্য বড়াইলের পাদদেশ ঘেষা এই অঞ্চলে প্রায়ই এ ধরণের বিরল প্রজাতির সাপ ও অন্যান্য বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। প্রাণীগুলি কখনো কখনো জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকায় স্থানীয় জনগণ। বড়াইলের পাদদেশ ঘেষা এই অঞ্চলে অহেতুক বন-জঙ্গল ধ্বংস ও ভূমি দখল করে অবৈধ বসতি স্থাপন করার ফলে অনেক বিচিত্র প্রাণীর জীবন সংকটের মুখে পতিত হচ্ছে বলে জানান স্থানীয় জনগণ। বিভাগীয় অনীহা এ ধরনের প্রাণীগুলোর অস্তিত্ব সংকটের প্রধান কারণ বলে দাবী অনেকের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.