করোনা সংক্রমণ বাড়ছে বরাকেও
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : যতদিন যাচ্ছে করোনা ভাইরাসের
ভয়াবহতার গ্রাফটা বাড়ছে, আসামের সাথেই
বরাকেও। লকডাউন সরকার তুলে নিলেও। বাঁধনতো মানছে না করোনা সংক্রমিত সংখ্যা। এই
মহামারি প্রতিরোধে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের বেঁধে দেওয়া হয়েছে,বাহিরে চলাফেরার স্বাস্থ্যবিধি ও সামাজিক
দূরত্ব রাখার নিয়ম কানুনে সতর্কতা ইত্যাদি ।এ মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া সত্বেও
তাও মেনে চলা হচ্ছে না বতর্মানে ।নেই মুখে
মাস্কস পরা সহ একগুচ্ছ নিয়ম কানুন মানার প্রবণতা টুকুও। এই চিত্র বাজারে হাটে ও
চলাফেরায় দৃশ্য।লকডাউন উঠে যাওয়ার পর আরও বেশি লাগামছাড়া হয়ে পড়েছে বরাক উপত্যকায়
। কিছু কিছু নাগরিকদের কাছে করোনা মহামারি নেই বলে ভেবে নিয়েছেন বোধহয়।
করোনা মহামারির সংক্রমণের গ্রাফ তো নিচের দিগে আসছেনা।মৃত্যুর সংখ্যা কমের পথে
নেই।সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিষেবার ডাক্তারদের স্বাস্থ্য পরিষেবা সম্পাদন করতে হচ্ছে। তাদেরকেও
নিরাপত্তাবলয়ে সুস্থ থেকে চিকিৎসা প্রধান করে চলতে হয়। ডাক্তারের অভাব ক্রমবর্ধমান
যেন না হয় এ দিকে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবাবুর দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন বলে
ভুক্তভোগী রোগীরা মনে করেন। কেননা অসুস্থ রোগীর
মানুষ বেশ কয়েক মাস থেকে নিয়মিত
চিকিৎসা সেবায় ডাক্তার পরিষেবা আগের মত না পেয়ে
হতাশাজনক অবস্থায় আজ আছেন। মৌসুমীবায়ু পরিবর্তনে জ্বর, সর্দ্দি, কাশি,ব্লাডপ্লেসার, এর মত রোগের
নিয়ে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে এই সঙ্কটকালে।
কোন মন্তব্য নেই