Header Ads

জাতীয় শিক্ষানীতি নিয়ে বিদ্যাভারতীর বিভিন্ন প্রতিযোগিতার শুভারম্ভ করলেন উপাচার্য ডঃ দিলীপ চন্দ্র নাথ



বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ মঙ্গলবার  অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্র সরকার দ্বারা গৃহীত জাতীয় শিক্ষানীতি নিয়ে বিভিন্ন প্রতিযোগীতার শুভারম্ভ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ চন্দ্র নাথ। সংঘ পরিবারের শৈক্ষিক সংগঠন বিদ্যাভারতী সম্পূর্ণ দেশ জুড়েই জাতীয় শিক্ষা নীতির উপর বিভিন্ন অনুষ্ঠানসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসাবে mynep শীর্ষক প্রতিযোগীতাটি আয়োজন করেছে বিদ্যাভারতী দক্ষিণ আসামের প্রান্তীয় সংঘটন শিক্ষা বিকাশ পরিষদ। 
বুধবার প্রথমে সরস্বতী বন্দনার মাধ্যমে অনলাইন অনুষ্ঠানটির শুরু হয়। তারপর শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন। আরএসএস প্রচারক তথা বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন সম্পাদক যোগেন্দ্র সিং শিশোদিয়া নতুন শিক্ষানীতির উপর সারগর্ভ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন নতুন শিক্ষানীতি গভীর চিন্তন ও মন্থনের ফলে উৎপন্ন হওয়া এক অমৃত স্বরূপ'। আগামী দিনে ভারত কেন্দ্রিক এই নতুন শিক্ষানীতি দেশের আমূল পরিবর্তন করবে বলে মত প্রকাশ করেন তিনি। শ্রী শিশোদিয়া নতুন শিক্ষানীতি নিয়ে শিক্ষা বিকাশ পরিষদের মাধ্যমে হওয়া প্রতিযোগিতার বিষয়ে সবিস্তারে বুঝিয়ে বলেন। www.mynep.in ওয়েবসাইটের মাধ্যমে প্রতিযোগিদের অনলাইন রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ চন্দ্র নাথ mynep প্রতিযোগিতাটির অনলাইন শুভারম্ভ করে বলেন, 'জাতীয় শিক্ষানীতি প্রস্তুতি করণে লক্ষ লক্ষ লোকের অবদান রয়েছে। এতে স্কিল ডেভেলপমেন্ট এর উপর বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। তাই বলা যায় জাতীয় শিক্ষানীতি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলবে।' এই শিক্ষানীতির বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের অধিক দায়িত্ব নিতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। তিনি শিক্ষা বিকাশ পরিষদের উদ্যোগকে স্বাগত জানান এবং mynep শীর্ষক এই প্রতিযোগিতার সফলতা কামনা করেন। শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডঃ নিখিল ভূষন দে নতুন শিক্ষা নীতি নিয়ে বলতে গিয়ে বলেন, 'ভারতবর্ষ এক কালে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নত স্থানে ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে ভারতবর্ষে শিক্ষা গ্রহণ করত। ভারতবর্ষের এই হৃত গৌরবকে উদ্ধার করতে জাতীয় শিক্ষানীতি কেন্দ্র সরকারের একটা বিশেষ পদক্ষেপ।' অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর। শেষে কল্যান মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.