Header Ads

মহালয়া, বিশ্বকর্মা পুজোর দিন কলকাতায় নিউজ ম্যানিয়ার ‘দেবীর আবাহন’

নয়া ঠাহর, গুয়াহাটি, কলকাতাঃ  আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই মহালয়া, শারদীয়া উৎসবের ঢাক বেজে যাবে, শুরু হবে দেবী পক্ষ। অতিমারী করোনার মত মারণ রোগকে মাথায় নিয়ে গঙ্গা, ব্রহ্মপুত্র, বরাকের ঘাটে ঘাটে বৃহস্পতিবার ভোরে পিতৃ তর্পণ শুরু হবে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মাহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ শোনার জন্যে বাঙালিরা রেডিওতে ব্যাটারি পুরবে, যদিও অধিকাংশ বাড়িতে রেডিও নামের ব্যাটারি চালিত গ্যাজেটের পাট কবেই উঠে গেছে। সবাই টিভির স্ক্ৰিনে অনুষ্ঠান দেখবেন, ২০০ বছর পর কাল পঞ্জিকা তিথি অনুযায়ী বিশ্বের কারিগর বিশ্বকর্মা পুজো ও মহালয়া একই দিনে পড়েছে, আবার এই মাস তা মল মাস কোনও শুভ কাজ করা যাবে না, অশ্বিন মাসে দুর্গা মা আসবেন না। ২৩ অক্টোবর দুর্গা পুজো অনুষ্ঠিত হবে। 



সরকার কোভিড প্রটোকল মেনে বিশ্বকর্মা পুজো ও পিতৃ তর্পণ করার নির্দেশ দিয়েছেন। পুজো মণ্ডপগুলোতে তিনজনের বেশি পুরোহিত যেন উপস্থিত না থাকেন, ১৫ জনের বেশি জমায়েত করা যাবে না, পুজোর প্রধান ভোগ খিচুড়ি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোর পর শুকনো প্রসাদ প্যাকেটে করে ঘরে ঘরে পৌঁছে দেবার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়েছে। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে, অসমের পরিস্থিতি ভালো নয়, এই  প্রতিকূলতার মধ্যেও পুজো হবে পিতৃ তর্পণ যথা রীতি হবে তবে কম হবে,মন থেকে তো আর আনন্দকে বিসর্জন দেওয়া যাবে না। বৃহস্পতিবার বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহরের বিশেষ দিন, নয়া ঠাহর কলকাতার জনপ্ৰিয় ইংরাজি সাপ্তাহিক নিউজ ম্যানিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতা গড়ে তুলেছে। মহালয়ার দিন বেলা ১১ টায় নিউজ ম্যানিয়া ইউটিউব চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান ‘দেবীর আবাহন’ আয়োজন করেছে। নিউজ ম্যানিয়ার সম্পাদক বর্ণালী বিশ্বাসের উদ্যোগে আয়োজিত রঙিন এই অনুষ্ঠানে জুনিয়র পি সি সরকারের কন্যা মৌবনি সরকার মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন, অংশগ্রহণ করেছেন যাদবপুরের রং বেরং-এর শিল্পী গোষ্ঠী, পরিচালনায় অর্প বৈদ্য, সায়ন্তন সেন, শুভম মাইতি একা দত্ত প্রমুখদের সহযোগিতায় এই অনুষ্ঠান হবে। নিউজ ম্যানিয়ার সম্পাদক বর্ণালী বিশ্বাস সবার সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানটি উপভোগ করতে ইউটিউবে লিংকে  ক্লিক করতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.