Header Ads

ক্রমশঃ অনিশ্চিয়তার দিকে বিটিসি নির্বাচন

 


গুয়াহাটীঃ কিছুটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতোনই হতে চলেছে বিটিসির নির্বাচন৷ দিনের পর দিন মাসের পর মাস করোনার জন্য পিছিয়ে চলছে বিটিসির নির্বাচন৷ কবে যে হবে বহু আকাংক্ষিত বিটিসির নির্বাচন? ভোটার, প্রার্থী নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা, প্রার্থীর সমর্থক সব্বাই যেনো চাতক পাখির মতোন। জলের অপেক্ষায় অপেক্ষারত৷ প্রাপ্ত সুত্র মতে প্রতিদিন নির্বাচনী ব্যায়বহন করতে নাপারায় বেশকিছু প্রার্থী মাথায় হাত দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাচির দশা হয়েছে। মুলত বিপিএফ, ইউপি পি এল, হিরা বাবুর গন সুরক্ষা দল ইঁদুর দৌরে ব্যস্ত হয়ে থাকলেও শাসকীয় বিজেপি বিরোধী কংগ্রেস, ইউডিএফও ক্ষমতা লাভের দাবেদার! মাঝেমধ্যেই একে অপরের বিরুদ্ধে তুমুল বাক্যবান থেকে শুরু করে জনসাধারণের প্রতি প্রতিশ্রুতির বন্যা খুবই সুলভভাবে পরিলক্ষিত হচ্ছে। সাধারণ মানুষ আজ দিশেহারা কারন গতদিনে যেই উগ্রপন্থীরা নিরীহ মানুষের রক্তে খেলা করেছে এমন কি এখনও সদ্য রক্তের দাগ বিদ্যমান আজ তারা নির্বাচনে প্রার্থী। বড়ো অবড়োর নামে সাম্প্রদায়ীক বিভাজন সৃষ্টি কারী, ধর্মীয় রাজনৈতিক মেরুকরণকারী, সময়ে সময়ে অবোড়দের স্থাবর সম্পত্তিতে ললুপ দৃষ্টিদানকারী সকলেই যে আজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে নতুন প্রার্থীর উন্নয়নের প্রতিশ্রুতি অন্যদিকে সুদীর্ঘ সতেরো বৎসরের উন্নয়নের হিসাব, দিশাহার জনগন কি সিদ্ধান্ত গ্রহন করবেন তা সময়ে টের পাওয়া যাবে। যাহোক এখন শুধু অপেক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.