Header Ads

বদরুদ্দিন আজমল সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পেপার মিল দুটি খোলার দাবি জানাবেন

 


অমল গুপ্ত, গুয়াহাটি : দেশ জুড়ে কোরোনা আবহের মধ্যে সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে করোনা সংক্রমণের মধ্যেই গত মার্চ মাসে অধিবেশন স্থগিত ঘোষণা করা হয় কেন্দ্রের ৭ জন মন্ত্রী, ২৪ জন সাংসদ কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্তের পর পুনরায় অসুস্থ হয়ে পড়ায় আজ তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। সংসদের অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, প্রতিজন সাংসদকে রাপিড টেস্ট করা হবে অনলাইনে প্রশ্ন করার সুযোগ পাবেন হোয়াটস আপ-এ প্রশ্ন করা যাবে। লোকসভায় বিরোধী কংগ্রেস পরিষদীয় দলের নেতা অধীর চৌধুরী, এবার ডেপুটি   লিডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব গগৈ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব লোকসভার অন্যতম গুরুত্ত্বপূর্ণ বিরোধী যুব নেতা, বহরমপুরের সাংসদ অধীরবাবু এবার পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতির দায়িত্বও পেয়েছেন। এআইইউডিএফ সাংসদ বদরুদ্দিন আজমল আগামীকাল কাছার ও জাগিরোড পেপার মিল খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেনতিনি এপয়েন্টমেন্ট নেবেন আজ মুম্বাই থেকে দিল্লি যাবার পথে টেলিফোন করে দলের সাধারণ সম্পাদক হায়দর হোসেন বরাকে একথা জানান। হাইদর এই প্রতিবেদককে একথা জানিয়ে বলেন, বদরুদ্দিন সাহেব জানান, পেপার মিল নিয়ে কিছু করতেই হবে। কোভিড-১৯ সংক্রমণের পর অসুস্থ, তিনি আজ প্রথম সংসদের অধিবেশনে যোগ দিতে গেলেন। কংগ্রেস-এআইইউডিএফ সমঝোতা হওয়ায় বদরুদ্দিন দুই দলের সংসদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে এন সি এল টি আদালতে পেপার মিল দুটি নিয়ে শুনানি হবে মিল দুটি নিলাম করে দেওয়া হবে না,  থাকবে, তার ভাগ্য নির্ধারণ করা হবে। সে ব্যাপারে তারা মিলের শ্রমিকদের যাতে পথে বসতে না হয় তার চেষ্টা করবে। বিজেপির সাংসদ কুইন ওঝা জানিয়েছেন, পেপার মিল দুটির শ্রমিকদের প্রফিডেন্ট ফান্ডের ১০০ কোটি টাকা অসম সরকার রিলিজ করে দিয়েছে, সে ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতা মানবেন্দ্র চক্রবর্তী সাংসদ ওঝাকে এক পত্র দিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বলে আজ সন্ধ্যায় জানান। তিনি বলেন, আমরা তো আদালতে পি এফ আদায়ের জন্যে মামলা করেছি। কংগ্রেস বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া ১৪ তারিখে ট্রাইব্যুনালে যাতে শ্রমিকদের পক্ষে রায় দেওয়া হয় সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.