বিহাড়ার বিভিন্ন মঠ মন্দিরে আর্থিক অনুদান উত্তম কুমার নাথ ফ্যান্স ক্লাবের
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ লকডাউনের সময়ে কাটিগড়ায় উত্তম কুমার নাথ ফ্যান্স ক্লাবের সামাজিক কাজকর্ম অনেক চর্চার বিষয় ছিল। লকডাউন এর পরেও এই ক্লাবের সদস্যদের বিভিন্ন সামাজিক কাজকর্ম করতে দেখা যায়। সোমবার এই ক্লাবের পক্ষ থেকে বিহাড়ার বিভিন্ন স্থানে সামাজিক কাজকর্ম চালিয়েছে ক্লাবের সদস্যরা। ঐদিন ক্লাবের পক্ষ থেকে বিহাড়া শিবটিলা শিববাড়ি, শ্রীনগর শিববাড়ি, দিনানাথপুরের দক্ষিণেশ্বর কালী মন্দির, কালাচাঁন বাড়ি ও অসমীয়া বস্তির নামঘরে মন্দির উন্নয়নের জন্য মন্দির পরিচালন সমিতি কে ৫০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এদিন আবার উত্তর কুমার নাথ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এলাকার কয়েকজন বিকলাঙ্গ, ক্যান্সার পীড়িত রোগী ও দরিদ্র ব্যক্তিদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। এদিনের সভাগুলোতে অনুগামীদের সাথে নিজেই উপস্থিত ছিলেন উত্তম কুমার নাথ। আগামীতেও ক্লাবের পক্ষ থেকে অসহায় লোকদেরকে যথাসম্ভব সাহায্য প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।এদিন উত্তম কুমার নাথ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দীপক মহন্ত, বনস্পতি গোস্বামী ও ক্লাবের অন্য সদস্যরা।
কোন মন্তব্য নেই