পলাশবাড়ির স্বাস্থ্যকেন্দ্ৰের বন্ধ কোঠায় মহিলার মৃতদেহ উদ্ধার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কামরূপ জিলার পলাশবাড়ি কেন্দ্রের
অন্তৰ্গত বরটারীস্থিত দক্ষিণ সরুবংশের উপ-স্বাস্থ্য কেন্দ্ৰের কোঠায় এটি মৃতদেহ
উদ্ধার হওয়ায় আজ তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, কয়েকদিন ধরে বন্ধ হয়ে থাকা
চিকিৎসালয়েৰ একটি কোঠা থেকে বিকট গন্ধ বেরোতে দেখে স্থানীয় জনগণ শুক্রবার সকালে
গিয়ে একজন মহিলার মৃতদেহ পরে থাকা অবস্থায় দেখে এবং এই খবর গোটা অঞ্চলে ছড়িয়ে
পড়ায় তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে
এসে মৃতদেহটি উদ্ধার করে৷ জানা গেছে, মৃতার নাম নামান কলিতা। প্ৰায় ৭০ বছরের মহিলা
বলে শনাক্ত করা হয়। ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে যদিও মৃত্যুর কারণ জানা
যায়নি।
কোন মন্তব্য নেই