Header Ads

শিলচর এন,আই,টির অশিক্ষক-কর্মচারীর উপর প্রাণঘাতী হামলা, অপরাধী পুলিশের অধরা



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: শিলচর এন,আই,টির অশিক্ষক কর্মচারী অশোক কুমার কুর্মীর উপর বিগত  ৯ সেপ্টেম্বর তারিখ বুধবার সকাল পাঁচ ঘটিকার সময় ভরাখাই নিবাসী পুতলা গোয়ালার ছেলে বাবুল গোয়ালা এন,আই,টি ক্যাম্পাসে অশোক কুর্মীর সরকারী আবাসে ফুল পাড়তে যায়, স্থানীয় সূত্রমতে প্রকাশ। তখন, অশোক কুর্মী সব ফুল না পাড়ার জন্য অনুরোধ করেন। কিন্তু এতে কর্ণপাত না করে উল্টা অশোক কুর্মীকে গালিগালাজ করে ও উপর্য়পুরী প্রহার করতে থাকে।  এতে অশোক কুর্মী মাটিতে লুঠিয়ে পড়েন। অশোক কুর্মীর আর্তনাদে উনার স্ত্রী ও সন্তানরা দৌড়ে এসে চিৎকার ও কান্নাকাটি শুরু করায় বাবুল গোয়ালা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে তড়িঘরি অশোক কুর্মীকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা শোচনীয় থাকায় কর্ত্যব্যরত চিকিৎসকরা আশোক কুর্মীকে শিলংস্থিত নেগ্রিমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী অশোক কুর্মীকে শিলংস্থিত নেগ্রিমসে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা সেখানেও রাখেননি এবং উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।  বর্তমানে অশোক কুর্মীর অবস্থা অত্যন্ত শোচনীয়। ঘটনার বিবরণ জানিয়ে অশোক কুর্মীর স্ত্রী ঘুংঘুর মেডিকেল পুলিশ আউটপোস্টে এজাহার দায়ের করেছেন। কিন্তুু কোন অজ্ঞাত কারণে পুলিশ এখনো অপরাধীকে কারায়ত্ত করেনি। এই সুযোগে অপরাধী গাঢাকা দিয়েছে। খবর লেখা পর্যন্ত অপরাধী গ্রেফতারের কোন খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.