Header Ads

মহালয়ার পূণ্যলগ্নে ইউটিউব চ্যানেলে ‘দেবীর আবাহন’ শীৰ্ষক অনুষ্ঠান সম্প্ৰচার করতে চলেছে ‘নিউজ ম্যানিয়া’

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১১ সেপ্টেম্বরঃ আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়ার পূণ্যলগ্নে ইউটিউব চ্যানেলে ‘দেবীর আবাহন’ শীৰ্ষক একটি অনুষ্ঠান সম্প্ৰচার করতে চলেছে পশ্চিমবঙ্গের সাপ্তাহিক ইংরেজি ট্যাবলয়েড ‘নিউজ ম্যানিয়া’।


অনুষ্ঠানে দেবী দুৰ্গার চরিত্ৰে রয়েছেন শিল্পী তথা জাদু সম্ৰাট জুনিয়র পি সি সরকারের কন্যা মৌবনি সরকার। অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন কল্লোল নস্কর। অনুষ্ঠান প্ৰডাকশনের সঙ্গে জড়িত রয়েছেন নিউজ ম্যানিয়ার এডিটর ইন চিফ বৰ্ণালি বিশ্বাস।এছাড়াও গোটা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন সেন, শুভম মাইতি একা দত্ত প্ৰমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.