হিন্দুবাঙালিদের রাজনৈতিক দল অতিশিঘ্ৰেইঃ ফেডারেশন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটীঃ রাজ্যে সুদীর্ঘদিন ধরে বাংলাভাষীরা রাজনৈতিক
ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন এই অভিযোগ সারা অসম বাঙালি যুব-ছাত্র ফেডারেশনের
সভাপতি দিপক দের এবং দিপক দে উল্লেখ করেন যে এর সমাধান শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা
দিয়েই সমাধান করা সম্ভব,
যে আশা করেই বর্তমানের
শাসনাধিষ্টত বিজেপি দলকে বাঙালিরা বিপুলসংখ্যক ভোট প্রদান করেছিল। কিন্তু
বর্তমানের সরকার তা না করে বাঙালিদের ডি নোটিশ থেকে শুরু করে ডিটেনসন ক্যাম্পে
পাঠাতে কুণ্ঠাবোধ করেনি! অথচ এই দলের সরকার মুখে হিন্দু সনাতনীদের সুরক্ষার কথা
বলে অন্যদিকে চক্রান্ত করে হিন্দু সনাতনী বাঙালিদের রাজ্য ত্যাগ করানোর জন্য
ষড়যন্ত্র রচে?
এইটাই হচ্ছে বিজেপি
দলের বাঙালি প্রীতি আজ পর্যন্ত কয়জন হিন্দু বাঙালিকে সরকারি চাকরিতে নিয়োগ করা
হলো তার উত্তর কি দিতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী? ঢেকিয়াজুলীতে সাংবাদিকদের সাথে কথাবার্তার
মধ্যে এইভাবেই ক্ষোভে ফেটে পড়েন ফেডারেশন সভাপতি দিপক দে৷ তিনি আরও জানান যে
আগামী কাৰ্যপন্থা নির্ধারণ ও বাঙালিদের জন্য রাজনৈতিক দল গঠন ইত্যাদি বিষয় নিয়ে
বিস্তারিত আলোচনার জন্য আগামী ১০/১১ সেপ্টেম্বরে ঢেকিয়াজুলীতে বাঙালিদের অভিবর্তন
অনুষ্ঠিত হবে। এবং ওই দিনই ভবিষ্যত রূপরেখা ও কর্মপন্থা তৈরি হবে।
কোন মন্তব্য নেই