Header Ads

ভাঙ্গারপারে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থল পরিদর্শন রুমি-ত্রৈলোক্য সহ কিশোর নাথের


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বড়খলা বিধানসভার ভাঙ্গারপারে মঙ্গলবার রাত সংঘটিত হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে পুড়ে ছাই হয়ে যায় ভাঙ্গারপার বাজার এলাকার পাঁচটি দোকান। যার মধ্যে চারটে দোকান পুরোপুরি ভস্মীভূত। আগুনের হাত থেকে রক্ষা পেতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় কিন্তু বেহাল যােগাযােগ ব্যবস্থার জন্য দমকলের গাড়ি বড়খলা ও কাটিগড়া থেকে যথাসময়ে ঘটনা স্থলে পৌঁছতে পারেনি। ফলে জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও প্রায় ঘন্টাখানেক পরে অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যেই 



স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাটিগড়া থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি ভাঙ্গারপারে পৌঁছাতেই উত্তেজিত জনতা গাড়ি চড়াও করে। ফায়ার ব্রিগেডের গাড়ির ওপর শুরু হয় পাথরের বৃষ্টি। পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার ব্রিগেডের কর্মীরা গাড়ি নিয়ে ভাঙ্গারপার পেট্রল পোর্টে আশ্রয় নেন বলে জানা গেছে। শিলচর- কালাইন সড়ক বেহাল থাকার জন্য কালাইন থেকে অগ্নিনির্বাপণের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় কথা উঠে আসে। আচমকা আগুন লাগলে এই পাঁচটি দোকানের সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে বুধবার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বড়খলার প্রাক্তন বিধায়ক ডঃ রুমি নাথ। তিনি দোকান মালিকদের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে খবর পেয়ে বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী ত্রৈলােক্য ভূষণ নাথও ছুটে আসেন। তিনি ঘটনার খোঁজ খবর নিয়ে দোকান মালিকদের মােট পঁয়তাল্লিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা ত্রৈলােক্য ভূষণ নাথের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এদিকে বড়খলার বর্তমান বিধায়ক কিশোর নাথও ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.