Header Ads

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া ২০২১ নির্বাচনে ১০০ প্লাস আসনের লক্ষ্য পূরণের অঙ্গীকার করেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বিজেপির সর্বভারতীয় পর্যায়ে এই প্রথম মঙ্গলদৈয়ের বিজেপি সাংসদ দিলীপ শইকিয়াকে বসানো হল। রাম মাধবের মত শক্তিশালী বিজেপি নেতাকে সরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেন সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। যুব নেতা দিলীপ শইকিয়া কংগ্রেস দলের হেভিওয়েট নেতা ভুবনেশ্বর কলিতাকে ২৯২৬৮ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন এই যুবনেতা আরএসএস-এর ভাবধারা আর্দশকে মনে প্রাণে গ্রহণ করার পুরস্কার হিসেবে বিজেপির এত বড় পদ পেলেন। বিজেপির সর্বভারতীয় জন সাধারণ সম্পদকের মধ্যে একজন হলেন তিনি। আজ দিলীপ শইকিয়াকে আনুষ্ঠিকভাবে বিজেপি কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে দিলীপ শইকিয়া বলেন, ২০২১ সালের নির্বাচনে বিজেপির লক্ষ্য ১০০ প্লাস আসনে জয় লাভ করা তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিজেপি দল এই সর্বপ্রথম অসম বিজেপিকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দিলেন। তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের কেন্দ্রীয় নেতা অজয় জামওয়াল, রাজ্য সভাপতি রঞ্জিত দাস ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান সাংসদ কুইন ওঝা ও পল্লবলোচন দাস প্রমুখ নেতারা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.