Header Ads

বাজারে আগুন, পেয়াঁজ ৬০ টাকা, আলু ৪৫ টাকা ছুঁই ছুঁই, খ্যদ্য বিভাগ নীরব দর্শক

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বাজারে আগুন লেগেছে অসমের খাদ্য ও সরবরাহ মন্ত্রী ফনি ভূষণ চৌধুরী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছেন। তার বিজেপি সরকার আলু, পেয়াঁজ, ডাল এবং তেলকে আর জরুরি অত্যাবশ্যকীয় সামগ্রী নয় বলে আইন পাশ করার পর সাধারণ গরিব আম জনতার কাছে ডাল তেল, আলু পেয়াঁজ যা হেসেল ঘরে প্রতিনিয়ত ব্যবহার হয় সামান্য আলু সেদ্ধ মেখে গরিব মানুষ কোনো রকমে জীবিকা নির্বাহ করে সেই পথে কাঁটা বিছিয়ে দিল সরকার। পশ্চিমবঙ্গ আলু উৎপাদনের দিক থেকে অন্যতম সেই কলকাতার বাজারে আজ জ্যোতি আলু প্রতি কেজির দাম বেড়ে হয়েছে ৪০ টাকা গুয়াহাটির বাজারে ৪০ টাকার বেশি, পেয়াঁজ ৬০ টাকা পেরিয়ে গেছে। ফুল কপি ১৫০ টাকা বাঁধা কপি ৬০,৭০ কেজি, গাজর ১৮০ টাকা কেজি, পটল দেরশো ৭০ টাকা করে কেজি, ঔষধ পত্রের দামও বেড়ে গেছে। করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলো অন্য যে কোনো রোগের চিকিৎসায় দশগুণ, ২০ গুণ বেশি আদায় করার অভিযোগ খতিয়ে দেখার কোনো মানুষ স্বাস্থ্য বিভাগে নেই। গত মাস থেকে শ্রমজীবী মানুষের কোনো রোজকার নেই অধিকাংশ ছোটখাট কল-কারখানা বন্ধ  এই দুঃসময়ে কেন্দ্রীয় সরকার আলু-পেয়াঁজের মত নিত্য প্রয়োজনীয় জরুরি সামগ্রীকে অত্যাবশ্যকীয় সামগ্রী হিসাবে গণ্য না করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা করে দিল বলে আমজনতার অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.