চলে গেলেন ডিমা হাসাও জেলার বিশিষ্ট সমাজকর্মী দৈত্যলাল বাথারি
নয়া ঠাহর প্রতিবেদন, হাফলং : সামান্য রোগ ভোগের পর চলে গেলেন হারাঙ্গাজাওয়ের বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন ছাত্র নেতা দ্বৈতলাল বাথারি। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা হারাঙ্গাজাওয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাথারি। তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। মৃত্যু কালে রেখে গেছেন স্ত্রী, চার পুত্র ও এক কন্যা, নাতি নাতনি আত্মীয় স্বজন। হারাঙ্গাজাজাওয়ের সমাজ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সাধারণ জীবনযাপনের অধিকারী বাথারি বিভিন্ন সামাজিক কাজকর্ম ছাড়া সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন। হারাঙ্গাজাও থেকে প্রকাশিত একমাত্র বহুভাষিক দর্পণ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি একাধারে ছিলেন হারাঙ্গাজাও লার্জ সাইজ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান। হারাঙ্গাজাও আইটিডিপি ব্লকের প্রাক্তন চেয়ারম্যান এবং হারাঙ্গাজাও মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি। এছাড়া ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের (ডিএসইউ) কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দীর্ঘ দিন ছিলেন। তাঁর মৃত্যুতে শোক ব্যক্তি করেছেন হাফলঙের প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। ডিএস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রমিত সেঙইয়ুঙ।
কোন মন্তব্য নেই