শতবছরের সংসদীয় গণতন্ত্র, বিধানসভার অধ্যক্ষদের ভূমিকা নিয়ে আলোচনাচক্র
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গত একশো বছরে দেশের সংসদীয় গণতন্ত্র মানুষের কল্যাণে
কাজ করেছে কিনা, আমজনতার মধ্যে ইতিবাচক
প্রভাব পড়েছে কিনা তা পর্যালোচনা করার জন্যে দেরাদুনে গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর বিধানসভার
অধ্যক্ষদের এক সন্মেলনে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের প্রস্তাব অনুযায়ী ১৯-২১ সাল থেকে একশো
বছরের সংসদীয় গণতন্ত্রর ভূমিকা নিয়ে প্রতি রাজ্যে সন্মেলন করার সিদ্ধান্ত হয়। সেই
প্রস্তাব অনুযায়ী অসম বিধানসভা আগামী ২৫ সেপ্টেম্বর বিধানসভার গোপীনাথ বরদলৈ ভবনে এক
সন্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী এই কথা জানান।
তিনি জানান, অরুণাচল প্রদেশ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তেন জিং নরবু থংদক প্রধান
অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। এই সন্মেলনে পার্লামেন্টারি প্রসিদিওর এন্ড
ইন্ডিপেন্ডেস অফ লেজিসলেটিভ এসেম্বলিস এন্ড ইটস সেক্রেটারিস শীর্ষক আলোচনাচক্র
অনুষ্ঠিত হবে। প্রাক্তন ৮ জন অধ্যক্ষ, প্রাক্তন প্রধান সচিবরা অংশগ্রহণ করবেন বলে
অধ্যক্ষ গোস্বামী সাংবাদিক সম্মেলনে জানান। শতবছরের বিধানসভার ভূমিকা নিয়ে বছরব্যাপী
চার পর্যায়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা
জানান, সকাল ১০.৩০ মিনিটে সন্মেলন
শুরু হবে। ১২.৩০ মিনিটে সমাপ্তি
ঘটবে।
কোন মন্তব্য নেই