বাংলাদেশে কয়লা রফতানি চালুর দাবি বনিক সংস্থার
অনিন্দ্য ভট্টাচার্য, বদরপু্র : করিমগঞ্জ সুতারকান্দি বর্ডার হয়ে কয়লা
রফতানির অনুমতি চাইল করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্টার আ্যণ্ড ইম্পোর্টার্স
আ্যসোশিয়েসন। গত ১৯ সেপ্টেম্বর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কাছে
স্মারকলিপি মারফৎ এই দাবি জানিয়েছেন তারা। তবে মুখ্যমন্ত্রীর অবর্তমানে উনার
ওএসডি স্মারকলিপিটি গ্ৰহণ করেন বলেও জানান তারা।
বতর্মানে সড়কপথে বাংলাদেশে কয়লা রফতানি বন্ধ রয়েছে। সংস্থার দাবি এতে
রফতানিকারী ছাড়াও ইটভাটা, চা বাগান ইত্যাদি
শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অজস্র শ্রমজীবী রুজিরুটি খুইয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রী অর্থনীতি চাঙ্গা করতে রফতানি বাড়ানোর উপর জোর দিয়েছেন।
উপরন্তু ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা আগরতলা হয়ে দেশে গত বছরের মত এবারও
যদি বরাকের বাজারে প্রবেশ করে তবে এই অঞ্চলের বানিজ্য মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। এই
অবস্থায় কয়লা রফতানির বন্ধ রাখলে তার প্রভাব সুদূরপ্রসারী হবে বলে
আ্যসোশিয়েসনের আশঙ্কা। স্মারকলিপি প্রদানকালে সংস্থার সভাপতি হিফজুর রহমান এবং
সম্পাদক রাতুল দত্ত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ।
কোন মন্তব্য নেই