করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ২৫ জন সাংসদ, অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত, এর মধ্যে মরু দেশে আই পি এল শুরু
নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি, গুয়াহাটি : সারা বিশ্ব মারণ
রোগ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। ভারতে প্রতিদিন প্রায় ৯০ থেকে ৯৫ হাজার আক্রান্ত
হচ্ছে। আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ছাড়িয়ে
গেছে। প্রায় ৮৫ হাজার মারা গেছে। এই করোনা সংক্রমণের
মধ্যে সাংসদ চালানোর ঝুঁকি নিলেন না অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভাতে ১৭ জন, রাজ্যসভায় ৮ জনের দেহে করোনা
ধরা পড়ায় আগামী বুধবার থেকে চলতি অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এই করোনা
সংক্রমণের মধ্যে সোমবার থেকে অসমে বিদ্যালয় শুরু হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী
পর্যন্ত শুরু হবে তিনদিন করে। তবে আনুষ্ঠিকভাবে নয়, বাধ্যতামূলকও নয়। অভিভাকরা লিখিতভাবে অনুমতি
দিলে ছাত্র-ছাত্রীদের ক্লাস করার অনুমতি দেওয়া হবে। ৫০ শতাংশ শিক্ষক
উপস্থিত থাকবেন। প্রতি ক্লাসে মাত্র ২০ জন করে ছাত্র
বসবে। মুখে মাস্ক ও ৬ ফুট দূরত্ব বজায়
রেখে বিদ্যালয় চালু করা হবে বলে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানান। সারা
বিশ্বে করোনা সংক্রমণের মধ্যে দেশের বাইরে মরু দেশে আন্তজাতিক টুর্নামেন্ট আই পি
এল শুরু হল দর্শক হীন মাঠে। ১৪ দিন কয়রেন্টিনে থাকার পর আবুধাবিতে আজ মুম্বাই ইন্ডিয়ানস
এবং চেন্নাই কিন্সের মধ্যে টুর্নামেন্ট শুরু হয়। আরবের আই পি এল শুরু হল আর অসমে তিনসুকিয়া,
গুয়াহাটি, দুলিয়াজান শহরে জুয়া
বাজিদের রমরমা শুরু হয়। পুলিশ সাত্তাবাজিদের শনাক্ত করেছে। খেলায় কোন দল জিতবে তা
নিয়ে এই জুয়াবাজির অভিযোগ পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই