Header Ads

সরকার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, উজ্জ্বল উদাহরণ দুলাল পাল, গলে পচে মরতে হল : সান্তনু মুখার্জি

 


অমল গুপ্ত, গুয়াহাটি : গত বছর ১৩ অক্টোবর শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি থানার অন্তর্গত আলিসিঙ্গা গ্রামের আকাশে শকুন উড়েছিল কিনা জানিনা তবে ১০ দিনের গলা-পচা শব দেহ ঘিরে শোকের আবহে বাঙালি সংগঠনের জয়ধ্বনি দেখে গ্রামবাসী হতবাক, কি এমন জয়ের কাজ করলো সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের কর্মকর্তারা?  রাঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, গুয়াহাটি জি এম সি মর্গে ঢেকিয়াজুলির আলিসিঙ্গা গ্রামের আদি বাসিন্দা রাজেন্দ্র চন্দ্র পালের পুত্র দুলাল চন্দ্র পালের ১০ দিন পরে আছে, শব দেহে পচন ধরেছে, আর সারা দেশে বিরূপ খবর ছড়াচ্ছে সামনে ভোট, বিজেপি বিপদে পড়বেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশ পেয়ে তিন মন্ত্রী, তিন বিধায়ক, পাঁচ টুকরোর মধ্যে এক টুকরোর ফেডারেশনের সভাপতি দীপক দে, উপদেষ্টা রক্তিম স্বামী, অন্য এক উপদেষ্টা প্রমুখ মাঠে নেমে পড়েন। ২০১৭ সালে আলিসিঙ্গার রবার তলা থেকে সাদা পোশাকের সীমান্ত পুলিশ দরিদ্র পরিবারের সন্তান দুলাল চন্দ্র পালকে সন্দেহ জনক বা ডি ভোটার অভিযোগে তুলে নিয়ে তেজপুর ডিটেনশন ক্যাম্পে পুরে দেয়তার বড় অপরাধ মাটির প্রতিমা গড়ে  জীবন নির্বাহ করা হত দরিদ্র মানুষ, মেয়াদি পাট্টার জমি, সমবায় ব্যাংকের খাতা, ভোটার তালিকা, নাগরিকত্ব প্রমাণের সব নথি, তবে কেন ডিটেনশন ক্যাম্পে বিনা বিচারে প্রায় তিন বছর বন্দি করে রাখা হল?  সামনে নির্বাচন, সরকারকে বাঁচাতে হবে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব, গণেশ লিম্বু, অশোক সিংহল, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী রণজিৎ দত্ত,  মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য,  সাংসদ পল্লব লোচন দাস প্রমুখ আদা জল খেয়ে সরকারের ভাবমূর্তি উদ্ধারে লেগে যান। দুলাল পালের তিন পুত্র অশোক, আশীষ, রোহিত সহ পরিবার গো ধরে থাকেনভারতীয় বলে ঘোষণা না করা পর্যন্ত তারা বাবার দেহ গ্রামে ফেরাবে না বাংলাদেশি হলে বাবার দেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া 

হোক  শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শিলাদিত্য দেব এবং ফেডারেশনের প্রতিনিধিদের কথা দিলেন, দুলাল পালকে আইনি সহায়তা দেবে যাতে তিনি ভারতীয় নাগরিক প্রমাণিত হন।  আইনি লড়াই করতে পরিবারটি সর্বশান্ত হয়ে গেছেতার জন্যে আর্থিক সাহায্য দেওয়া হবে, এবং বাড়ির একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। এই তিনটি আশ্বাস পেয়ে গত ১৩ অক্টোবরে অশোক পাল ও অন্যানরা লিখিতভাবে দুলাল পালের ১০ দিনের গলা-পচা শব্ দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যায়সেই এক বিরাট উদ্দীপনা,  বিশাল কনভয় ছুটিয়ে কনভয় পৌছাল গ্রামে  ফেডারেশনের জয় জয়কার, শিলাদিত্য দেবের জয়গান। তারপর সব অন্ধকার আর মিথ্যা প্রতিশ্রুতি আর আশ্বাস আবার নির্বাচন আসছে বাঙালি সংগঠনগুলো মাঠে নেবে পড়বে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে। তাদের পকেট ভরবে। এতজন মন্ত্রী-বিধায়ক একটা আশ্বাস পূরণ করতে পারলেন না। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সঞ্জয় লোহিয়া গতবছর ১৯ অক্টোবর বিধায়ক শিলাদিত্য দেবকে চিঠি লিখে জানান, ফেডারেশনের দীপক দে এবং অন্যান্যর মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, দুলাল পালের শ্রাদ্ধে  উপস্থিত থাকবেন। তিনি যাননি  অজুহাত দেওয়া হয়েছিল আবহাওয়া খারাপ, হেলিকপ্টার নামতে পারবেন না। চাকরি দেওয়ার আশ্বাস?  মাস খানিক আগে বিজেপি বিধায়ক গণেশ লিম্বু মৌখিক আশ্বাস দিয়েছিলেন তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাফাইকর্মীর চাকরি দেওয়া হবে। ৬ হাজার ২০০ টাকার বেতন চুক্তি ভিত্তিক চাকরি ঠিকাদারের অধীনে অশোক তা নিতে রাজি 


হননিসেই অপরাধে রবার তলাতে দীপক খোদাল নামে এক উপজাতি যুবক অশোককে প্রচন্ড মারধর করে ৩১ আগস্ট ঢেকিয়াজুলি থানায় লিখিত অভিযোগ করা হয়  গরিবরা কি পুলিশের বিচার পায়? বাঙালি ঐক্যমঞ্চের কার্যবাহী সভাপতি শান্তনু মুখার্জি এই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অসমের বাঙালি হিন্দুদের কোনও নিরাপত্তা নেইকোনো গুরুত্ব সরকার দেয় নানির্বাচন এলে শুধুই মিথ্যা প্রতিশ্রুতিদুলাল পাল তার জ্বলন্ত উদাহরণসরকার তার একটি প্রতিশ্রুতি রক্ষা করলো না। এক সংবাদপত্র সরকারের সমর্থনে হেড লাইনে লিখে দিল, দুলাল পাল ঢাকার নন 

ঢেকিয়াজুলির অধিবাসী আজও আদালতে বিদেশি মামলা চলছেএফ টি ২২৩/১৭ নম্বরের মামলা ২০১৭ সালের ২৮ জুন থেকে চলেছে  কেউ তো আইনি সাহায্য দিতে এগিয়ে এলো না। স্বদেশী দুলাল বাবুকে বাংলাদেশি কলঙ্ক মাথায় নিয়ে মরতে হলএবার ছেলেদের বিদেশি সাজানোর চক্রান্ত চলছে বলে বাঙালি ঐক্যমঞ্চের কার্যবাহী সভাপতি শান্তনু মুখার্জির আশঙ্কা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.