Header Ads

করিমগঞ্জ শহরের জল সমস্যা নিয়ে সরব কমলাখ্য


অমল গুপ্ত, গুয়াহাটিঃ কোভিড উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে সরকার বরিস্ট অফিসার সুভাষ চন্দ্র দাসের নেরত্বে এক কমিটি গড়েছিলেন। সেই কমিটির সুপারিশ জানতে চেয়ে দেবব্রত শইকিয়া বিধানসভাতে এক প্রশ্ন করেছেন, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মুখ্যমন্ত্রী আজ জবাবে সেই সুপারিশ সম্পর্কে আলোকপাত করেনসেই সুপারিশে রাজ্যের শোচনীয় আর্থিক অবস্থার কথা বলা হয়কৃষি ক্ষেত্রে, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। বিধানসভাতে আজ কমলাখ্য দে পুরকায়স্থ করিমগঞ্জ শহরে জল জমা নিয়ে অভিযোগ করেনদৈনিক সাময়িক প্রসঙ্গ নামক বাংলা দৈনিকে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে কমলাখ্য বলেন, করিমগঞ্জ ১০০ বছরের পুরাসভা, অথচ কোনো উন্নতি হয়নি। এক ড্রেনের কাজ শুরু হয়েছিল ২০০৭ সালেমাত্র ১৫ শতাংশ কাজ করার পর তা বন্ধ হয়ে যায় আজও শহরবাসী ভুগছেন একটি গল্পও শোনান, উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জবাবে বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজরিকা বলেন, তিনি দু-দুবার করিমগঞ্জ গিয়েছেলন, কোভিড নিয়ে আলোচনা হলোকিন্তু ড্রেনের প্রসঙ্গ কেউ তোলেনি। তিনি এক অফিসারকে করিমগঞ্জ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আজ বিধানসভাতে কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সম্মানে আত্মার সৎগতি কামান করার জন্যে মিনিট নীরবতা পালন করা হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ প্রত্যেক সদস্য উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। আজ বিধানসভাতে প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কৌঁর, বিধায়ক সুরেন স্বার্গিয়ারী, বৈদ্যনাথ কৌড়ি, সাংবাদিক, পদমেশ্বর চিত্রকর, বিশিষ্ট শিক্ষাবিদ অমরেশ দত্ত, সমাজ কর্মী বরকত উল্লাহ, সমাজকর্মী বকুল পাঠক, ভবেন বরা, হেম ভরালি, সাংবাদিক মোজাহিদুল হক অর্চনা মহন্ত প্রমুখদের মৃত্যতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.