Header Ads

অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার



অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভার সূচনাতে কংগ্রেসের কমলাখ্য দে পুরকায়স্থ এবং আব্দুর রশিদ মণ্ডল অবিলম্বে জাতীয় নাগরিকপঞ্জীর সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবিতে বিধানসভার প্রবেশ গেটে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধরনা দেন। তাতে এনআরসি তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে বলা হয়েছে ১৯ লক্ষের নাম বাদ পড়ল। তাদের ভাগ্য ঝুলে আছেমৃত্যু মিছিল চলছে। গত বছর ৩১ আগস্ট এনআরসি-র কাজ শুরু হয়েছিল। আজ বিধানসভাতে অসম চুক্তি নিয়ে কংগ্রেস দলের রূপজ্যোতি কুর্মি বার বার বিভিন্ন প্রশ্ন তুলে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করলে অধ্যক্ষ গোস্বামী বার বার তাকে শান্ত হবার নির্দেশ দেনতা কুর্মি মানেননি, তখন মার্শাল ডেকে তাকে বার করে দেওয়া হয়। সারা দিনের জন্য বহিস্কার করা হয়। তিনি অসম চুক্তির নম্বর দফা কার্যকর না করে কেন নম্বর দফা কার্যকর করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, নম্বর দফা অসমের আত্মাএই ধারায় বিদেশি বিতরণের কথা বলা হয়েছে। তা কার্যকর না করে সরকার অসম চুক্তি লঙ্ঘন করে নম্বর দফা রূপায়ণের জন্য কমিটি গড়লো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হয়েছিলঅথচ বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন পেশ করা হল মুখ্যমন্ত্রীর কাছে। জবাবে মুখ্যমন্ত্রীর পক্ষে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী জানান,  গত ১৩ জুলাই পর্যন্ত রাজ্যে ,৩৬,১৪৯ জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। ২২৭ জনকে বিতরণ করা হয়েছে। এনআরসি সম্পর্কে বলেন, অসমে ৩ কোটি ১১ লক্ষ হাজার ৮১১ জন বৈধ নাগরিক। ১৯ লক্ষ হাজার ৮৫১ জনের নাম বাদ পড়েছে  যারা নাম তোলেননি তাদের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা দাঁড়িয়েছে। সরকার কবে থেকেই বলে যাচ্ছে, ২০০ বিদেশি ট্রাইব্যুনাল কাজ করছে। আজ পাটোয়ারী জানান, ১০০টি ট্রাইব্যুনাল কাজ করছে। ২০০টি অতিরিক্ত ট্রাইব্যুনাল স্থাপনের জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। ডিটেনশন ক্যাম্পে কতজন বন্দি আছে সে ব্যাপারে জবাবে গোলমাল আছে। লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডিটেনশন ক্যাম্পে ৪২৫ জন আছেকিন্তু জবাবে জানান, শিলচর ডিটেশন ক্যাম্প ৪৩ জন, গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে ৯৮ জন, ডিব্রুগড়ে ১৪ জন, যোরহাটে ৮৩৩ জন,  তেজপুরের ডিটেন্শন ক্যাম্পে ১৪০ জন এবং কোকরাঝাড় ক্যাম্পে আছে ৪৭ জন। গত ৩১ জুলাই পর্যন্ত এই হিসাব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.