Header Ads

আজ রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিলচরের রণজিৎ মন্ডল রামকথা কুঞ্জ তৈরি করেছেন


অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের কোটি কোটি হিন্দুধর্মালম্বীদের আরাধ্য দেবতা রামচন্দ্র, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যাতে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনকে ভূমি পূজা করবেন। রামমন্দির তৈরির কাজ শুরু হবে। অসমের শিলচরবাসী রণজিৎ মন্ডল ও তার বাবা মন্দিরের রামকথা কুঞ্জ নামে বিশেষ এক অংশের মূর্তি ও অন্যান্য তৈরি করেছেন সেখানে রামের জীবন কাহিনী স্থান পাবে। বিজেপি নেতা অশোক সিংহল রঞ্জিত মন্ডল পরিবারকে অযোধ্যা নিয়ে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তারপর থেকে মন্ডল পরিবার সেখানেই আছেন। এই শিল্পী পরিবারকে  পুলিশের কোপে পড়তে হয়েছিল। ২৫ বছর থেকে এই পরিবার রামচন্দ্রের মূর্তি তৈরি করছেন বলে জানা গেছে। সরযূ নদীর কিনারে  ১০ একর জমিতে এই মন্দির নির্মাণ করা হবে। নির্মাণের সময় সীমা ধরা হয়েছে তিন বছর। তিন  তলার এই মন্দিরের চূড়া হবে ১৬১ ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরে ৩১৮ টি কারুকার্য খচিত থাম থাকবে। প্রধানমন্ত্রী কাল বেলা ১২ টা ৪০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভুমিপুজোর সময়  গৌরী ও গণেশের পুজো করবেন প্রধানমন্ত্রী। এই রামমন্দির নির্মাণে দেশের ১০০ টি নদীর জল ও মাটি ব্যাবহার করা হবে। কামখ্যার মাটি, ব্রহ্মপুত্র নদের জল, মেঘলয়ের পাহাড়ি নদীর জল পাথর পাঠানো হয়েছে। দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভ দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ৫ আগস্ট পরিপূর্ণ লকডাউন ঘোষণা করেছে। ঈদের দু'দিল লকডাউন ছিল না। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন মুসলিম জনগোষ্ঠীর ভোটের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক সিদ্ধান্ত নিয়েছেন। এর জবাব মানুষ দেবে। অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ রামমন্দির নির্মাণে তীব্র আপত্তি জানায়নি। অসমের শিল্পী রণজিৎ মন্ডল দের সঙ্গে অসমের অবসরপ্রাপ্ত মুখ্য বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম সবাই স্মরণ করবে। সুপ্রিমকোর্টের  প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন  গগৈ ঐতিহাসিক রায় দিয়ে ৭০ বছরের সমস্যার শান্তিপূর্ণ সমাধান করে দিয়েছেন, উভয় সম্প্রদায় তা মেনে নিয়েছেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.