Header Ads

বরাকের ডাক্তার রাজদ্বীপ রায়কে বিজেপি রাজ্য কমিটিতে রাখা হয়েছে, মুসলিম প্রতিনিধিরা উপেক্ষিত


অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী বছর বিধানসভা নির্বাচনে  জয় লাভের পথ সুনিশ্চিত করার লক্ষ্যে অনেক দিক ভেবে চিন্তে বিজেপি অসম রাজ্য কমিটি ২০২০ থেকে ২০২৩ বছরের রাজ্যিক কমিটি গঠন করা হল। রাজ্যিক সভাপতি রণজিৎ দাস আজ এই কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন। বরাক উপত্যকা থেকে দলের সাধারণ সম্পাদক পদে সাংসদ ডাক্তার রাজদ্বীপ রায়কে রাখা হল। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে  বিজেপি কেনো গুরুত্বপূর্ণ বাঙালি নেতাকে  অন্তর্ভুক্ত করেনি। বরপেটা থেকে যদিও সুকুমার বিশ্বাসকে সম্পাদক পদ দেওয়া হয়েছে। তার গ্রহণযোগ্যতা শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ, অন্য সাধারণ সম্পাদকরা হলেন সাংসদ তপন কুমার গগৈ, সাংসদ পল্লব লোচন দাস, সাংগঠনিক সম্পাদক  ফনি শর্মার নাম সাধারণ সম্পাদক হিসাবে তালিকায় না থাকলেও সভাপতি তার নাম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। ফনি শর্মার সঙ্গে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের ঝগড়া কি আজকের কমিটিতে কোনো প্রভাব ফেলেছে সেই প্রশ্ন দলের মধ্যে উঠেছে। দলের সম্পাদক হিসাবে দিপলু রঞ্জন শর্মা, কিশোর উপাধ্যায়, কৃষ্ণমনি চুতিয়া, ধুবড়ির শ্রীমতি লুসি রায়, অকনি দেবী, রেণুধর নাথ, তরণ গগৈ, শ্রীমতি পরমি দাস  ও  সুকুমার বিশ্বাসকে রাখা হয়েছে। দলের মুখপাত্র হিসাবে রুপম গোস্বামী, যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন, মহিলা মোর্চার সভাপতি অপরাজিতা ভূঁইযা  সংখ্যা লঘু মোর্চার সভাপতি মুক্তার হোসেন খান,  অনুসচি ত জনজাতির সভাপতি হরেন দেওরি, অনুসূচিত জাতির সভাপতি নবারুণ মেধি, ও বি সি সভাপতি বিতপন বাই ডিঙ্গিয়া, কিষান মোর্চার  ও  চা  মোর্চার সভাপতি যথাক্রমে  প্রফুল্ল বরা, ও প্রহ্লাদ  গোয়ালা  নাম ঘোষণা করা হয়। দলের  উপ সভাপতি হিসাবে হেমপ্রভা বর ঠাকুর, বিজুলি কলিতা মেধি, রেখারানী দাস বড়ো, স্বপ্ননীল বড়ুয়া, রতন টেরণ, পুলক  গোঁহাই, জয়ন্ত  কুমার  দাস, জয়ন্ত মল্ল বড়ুয়াকে স্থান দেওয়া হয়েছে। এত বড় কমিটিতে মুসলিম জনগোষ্ঠীর মাত্র এক জন প্রতিনিধিকে রাখা  হয়েছে।
ভারতীয় জনতা পার্টি, অসম প্রদেশের মুখপাত্র "অসমীয়া বিজেপি বার্তা"র ৪৪ সংখ‍্যাটি আনুষ্ঠানিকভাবে ডিব্রুগড় বিধান সভা কেন্দ্রের বিধায়ক প্রশান্ত ফুকন আজ জনসাধারণের জন্য উন্মোচন করেন। তিনি বইটি উন্মোচন করে উল্লেখ করে বলেন, এই বইটির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করা পদক্ষেপ ও কার্যসূচির বিষয়ে জানতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.