Header Ads

আইপিএলের মূল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল ভিভো

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক --  ৪ আগস্ট

আইপিএলের মূল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল চিনা মোবাইল জায়ান্ট ভিভো। আইপিএলের সঙ্গে চুক্তি বাতিল করে নিজেরাই সরে দাঁড়াল ভিভো।


ভিভোর বক্তব্য, করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তাদের ব্যবসা ভাল জায়গাতে নেই । চুক্তি থেকে তারা ১৩০ কোটি টাকা কম দেবে । কিন্তু তাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড  ( বিসিসিআই )।



২০২২ সাল পর্যন্ত বার্ষিক ৪৪০ কোটি টাকার চুক্তি ছিল বোর্ডের সঙ্গে ভিভোর। কিন্তু ভিভো সরে দাঁড়ানোয় এবার চাপে পড়ে গেল বিসিসিআই । সূত্রের খবর, নতুন স্পনসর কে হবে তা ঠিক করতে তিন দিনের মধ্যে টেন্ডার ডাকবে বিসিসিআই ।


১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর অবধি টানা মোট ৫৩ দিন ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্ণামেন্ট হবে । আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল টুর্ণামেন্ট করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.