Header Ads

শিলচরের ঘনিয়ালার ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে


শুভজিৎ রায়, শিলচর : শান্তি - সম্প্রীতি বিনষ্ট করতে কিয়দাংশ লোক থাকলেও অধিকাংশ লোকের সচেতনতার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শিলচর শহরের ঘনিয়ালা এলাকা। গত রবিবার রাত নয়টা নাগাদ ঘনিয়ালা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষুদ্র বাক বিতন্ডিত পরিস্থিতিকে কেন্দ্র করে  মারপিটের  ঘটনায় পরিণত হওয়ার ফলে এক উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়। ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি দোকানে ও বসতবাড়িতে বলে জানা গেছে। আরেকদিকে দুষ্ট শ্রেণীর লোকেরা সেটাকে সাম্প্রদায়িক রং লাগাতে তৎপর হয়েছিল বলে ও খবর পাওয়া গেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছাড়তে হয়েছে।  উভয় পক্ষের অনেকেই আহত হওয়ার পরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সান্ধ্য আইন জারি করা হয়েছে উক্ত এলাকায়। মোতায়েন করা হয়েছে পুলিশ সহ অর্ধসামরিক বাহিনীও। পুলিশ প্রশাসন এর সক্রিয় ভূমিকায় জল বেশি দূর গড়ায়নি বলে সূত্রের খবর। এদিকে, দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দীলিপ কুমার দে-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.