Header Ads

বরাক আনন্দে মেতে উঠলো ঐতিহাসিক রাম মন্দিরের ভূমি পূজনে


সানি রায়, পাঁচগ্ৰাম : ষষ্ট শ্রেণীর স্কুল পড়ুয়া সুভম বনিয়ার মুখে আজ জয় শ্রী রাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান আর উৎসাহ আনন্দে মাতোয়ারা। আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজন সম্পন্ন হল । সমগ্ৰ ভারতবাসীর কাছেই এক ঐতিহাসিক দিন । সমগ্ৰ দেশের বিভিন্ন প্রান্তে প্রবল উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতেছেন  গোটা দেশের রামভক্তরা । বরাক উপত্যকাও এর ব্যতিক্রম নয়। আজ গোটা হাইলাকান্দি জিলার বিভিন্ন মন্দিরে পূজার্চনা ও যাগ যজ্ঞাদির মাধ্যমে উৎসাহ উদ্দীপনায় মাতোয়ারা হয়ে রাম জন্মভূমির শিলান্যাসের সাক্ষী হল । জিলার আলগাপুর ব্লকের অধীনস্থ বর্ণিব্রিজ অঞ্চলের চাবাগানের নাঁচঘর এলাকার স্থানীয় যুবক-যুবতী, অবলা, বৃদ্ধ বনিতাদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। সারাদিনব্যাপী স্থানীয় নাচঘর সংলগ্ন বিষ্ণু মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনাসহ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। যাগ যজ্ঞাদির পর সম্পূর্ণ রামায়ণ পাঠ করা হয়। ভূমিপূজনকে কেন্দ্র করে দিনভর ভক্তদের খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়। তাছাড়া, প্রবল উৎসাহ উদ্দীপনায় চা-বাগানের শ্রমিক সহ এলাকার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক দূরত্ব তথা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের আনন্দ উৎসবে সামিল হন। দিনভরব্যাপী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন স্থানীয় শিক্ষক অরুণ কৈরী, অঙ্কিত রবিদাস, নির্মল পাণ্ডে ,সুবম বনিয়া। দেশের ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পূজনের মাধ্যমে সন্মান জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত প্রত্যেকে শিক্ষক ও জনতারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.