Header Ads

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক --১০ আগস্ট

রবিবার দিল্লির বাসভবনে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । তাতে তাঁর মাথায় চোট লাগে । তার চিকিৎসা করাতেই নয়া দিল্লির  সেনা হাসপাতালে গিয়েছিলেন তিনি । হাসপাতালের সূত্রের খবর , পড়ে যাওয়াতে প্রণব মুখোপাধ্যায়ের মাথায় রক্ত জমাট বেঁধে যায় । এদিন সকালে তাঁর অপারেশন হয় । এরপর রুটিন করোনা পরীক্ষা  করা হলে তিনি পজিটিভ বলে  জানা যায় । তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।


এদিন প্রণব মুখোপাধ্যায় নিজেই টুইট করে তাঁর করোনা সংক্রমণের খবর দেন। সেখানে তিনি লেখেন, অন্য চিকিৎসার জন্য তিনি হাসপাতালে গেলে তাঁর করোনা পজিটিভ জানা গিয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.