Header Ads

অসম বিজেপির মুখপাত্র নিযুক্ত হলেন করিমগঞ্জ জেলার বিশ্বরূপ ভট্টাচার্য


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : "উদ্যেশ্য যদি মহৎ এবং সৎ  হয়, তবে, সফলতা আসবেই"- এই বাণীটির যথার্থতা আজ আবার প্রমাণ করে দিলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবী, জনদরদী ও সদাহাস্য বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। বিরোধী দলের সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে তার সততা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে এবার অসম প্রদেশ বিজেপির মুখপাত্র হিসেবে নিযুক্তি পেলেন বিশ্বরূপ বাবু। গত 7 আগষ্ট এই নিযুক্তিপত্রে প্রদেশ বিজেপি  সংগঠনের সীল মোহর পড়ে বলে বিশেষ সূত্রে জানা গেছে। তাছাড়া,  বরাক উপত্যকা থেকে একমাত্র বিশ্বরূপ ভট্টাচার্যকেই মুখপাত্রের দায়িত্ব অর্পণ করা হয়েছে বলেও সূত্রটি জানায়। খবরটি ছড়িয়ে পড়তেই বদরপু্র সহ গোটা উপত‌্যকার বিজেপি সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু হয়েছে। প্রদেশ বিজেপির মুখপাত্র মানেই আসন্ন বিধানসভা নির্বাচনে বদরপুরে বিশ্বরূপ বাবুর টিকিট পাওয়ার রাস্তা প্রশস্ত হয়েছে বলে ধারণা অনেকেরই। কারণ, নিজেকে শুধুমাত্র রাজনৈতিক বা দলীয় স্বার্থে সীমাবদ্ধ  না রেখে এর বাইরেও মানুষের স্বার্থে যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বরূপ বাবু। শুধু তাই নয়, বর্তমানে করোনা সঙ্কটকালেও নিজের জিলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ বন্টনে তথা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে। এককথায় প্রধানমন্ত্রীর "সবকা সাথ, সবকা বিকাশ"  শ্লোগানটির সত্যতাকে বাস্তবে রূপায়ণ করার জলন্ত উদাহরণ বিশ্বরূপ বাবু।  তাই,  উনার এই সাংগঠনিক পদোন্নতি বদরপু্র সহ গোটা উপত্যকার রাজনৈতিক ও সামাজিক স্তরের উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদী উনার দলীয় কর্মকর্তা সহ উপত্যকার জনসাধারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.