Header Ads

কংগ্রেস নেতা কুর রংপির বিজেপিতে যোগদান

   বিপ্লব দেব, হাফলং, ২৮ আগস্টঃ                                               
অসমের ডিমা হাসাও জেলায় দল বদলের পালা অব্যাহত রয়েছে। একের পর এক নেতা কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যে ২০২১ সালে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন তার আগে সব দলই ঘর গোঁছাতে ব্যস্ত হয়ে পড়েছে।
ছবিঃ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কুর রংপি, তাঁকে বিজেপি দলে স্বাগত জানাচ্ছেন জেলা সভাপতি দনপাইনন থাওসেন। 
বিশেষ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। শুক্রবার কংগ্রেস নেতা কুর রংপি সহ মোট তিন জন কংগ্রেস শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেন। হাফলং অটল বিহারী বাজপেয়ী ভবনে শুক্রবার বিজেপির জেলা সভাপতি দনপাইনান থাওসেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ইএম নন্দিতা গার্লোসা নম্রথাং মার পরিষদ সদস্য লিটন চক্রবর্তী ঈশ্বরী প্রসাদ যৈইশীর উপস্থিতিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা উমরাংসো গরমপানি মণ্ডল কংগ্রেসের সভাপতি কুর রংপি গেরুয়া দলে যোগদান করে বলেন বিজেপি দলের নীতি আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি বিজেপি দলে যোগদান করেন। কুর রংপি বলেন দেবোলাল গার্লোসার নেতৃত্বে ডিমা হাসাও জেলা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তাই তিনি জেলার সার্বিক বিকাশে দলের স্বার্থে সকলের সঙ্গে একজোট হয়ে কাজ করে যাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.