Header Ads

মাইবাং স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে আডসুর ধরনা

  বিপ্লব দেব, হাফলং, ২৮ আগস্টঃ                               
মাইবাং রেল স্টেশনে উড়াল সেতু নির্মাণের দাবিতে শুক্রবার মাইবাং স্টেশনে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন প্রতিবাদী কার্যসূচি পালন করে।
ছবিঃ  ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মাইবাঙে আডসুর প্রতিবাদী কার্যসূচী। 
 গত ২৫ আগস্ট মাইবাং স্টেশনের রেল লাইন পার হয়ে মাইবাং বাজারে যাওয়ার পথে লামডিং থেকে বদরপুর অভিমুখে যাওয়া এক পন্যবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির ঘটনা স্থলেই মৃত্যু হয়। এনিয়ে এখন পর্যন্ত রেল লাইন পার হওয়ার পথে তিন ব্যক্তির মৃত্যু হল। দীর্ঘদিন থেকে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন সহ মাইবাঙের বিভিন্ন দল সংগঠন মাইবাং স্টেশনে উড়াল সেতু (ফুট ওভার ব্রিজ) নির্মাণের দাবি জানিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রক ও উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে বার কয়েক স্মারক পত্র দেওয়ার পরও সরকার রেল কর্তৃপক্ষ এনিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি যার দরুন এধরনের দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। শুক্রবার মাইবাং স্টেশনে প্রতিবাদ স্থলে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন মাইবাং শাখার সভাপতি বাইসোডাও কেম্প্রাই জানান ২০১৫ সাল থেকে মাইবাং স্টেশনে ফুট ওভার ব্রিজ উড়াল সেতু নির্মাণের দাবিতে আডসু এবং মাইবাঙের বিভিন্ন দল সংগঠন মিলে কেন্দ্রীয় রেল মন্ত্রী উত্তর পূর্ব সীমান্ত রেলর জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র দেওয়ার পর এনিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাইবাং স্টেশনে এক নম্বর প্যাল্টফর্ম থেকে দুই নম্বর প্যাল্টফর্মে যাওয়ার জন্য কোনও ফুট ওভার ব্রিজ নেই যার জন্য এখন পর্যন্ত ট্রেনের ধাক্কায় তিন জন প্রাণ হারিয়েছেন। গত ২৫ আগস্ট হাজাডিসার দিগেরক্র গ্রামের জয়পর ফংলো নামের এক ব্যক্তি মাইবাং স্টেশনের কাছে রেল লাইন পার হওয়ার সময় লামডিং থেকে বদরপুর অভিমুখে যাওয়া পন্যবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাই অবিলম্বে মাইবাং স্টেশনে উড়াল সেতু (ফুট ওভার ব্রিজ) নির্মাণের দাবিতে এদিন এই প্রতিবাদী কার্যসূচি নেওয়া হয়েছে বলে জানান আডসুর মাইবাং শাখার সভাপতি বাইসোডাও কেম্রাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.