Header Ads

ঝর্ণা দেবঠাকুরের স্মৃতিতে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।

 চলে গেলেন ঝর্ণা দেবঠাকুর। সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন পান্ডু এলাকার দীর্ঘদিনের বাসিন্দা সমাজসেবী ঝর্ণাদেবী। এলাকার সবার প্রিয় ছিলেন তিনি ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন থেকেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

 ঝর্ণাদেবীর  জন্ম ১৯৩০ সালে রেঙ্গুনে। বাবা নবীন চন্দ্র রায় কর্মসূত্রে  রেঙ্গুনে থাকতেন ।বাবার সাথে ছোটবেলা সেখানেই কেটেছে ঝর্না দেবীর। স্বাধীনতার পর সপরিবারে বাবা এ দেশে চলে আসেন। বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সংস্পর্শে আসেন তার পরিবার।

১৯৫৩ সালে ধীরেন্দ্রনাথ দেবচৌধুরী সাথে বিবাহ হয় ঝর্ণা দেবীর। বিবাহের পর পাণ্ডুর চার নম্বর কলোনিতে  স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। এলাকায় সবার প্রিয় ছিলেন তিনি ।সমাজ সেবার কাজেও নিজেকে নিয়োজিত করে ছিলেন । সবার প্রিয় ঝর্ণা দিদির প্রয়াণে পরিবারের সকলের সাথে এলাকার লোকেরাও মর্মাহত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.