Header Ads

১৫ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় শুরু হবে তবে আনুষ্ঠিকভাবে নয়



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়গুলোর ক্লাস শুরু করা হবে তবে আনুষ্ঠানিকভাবে হবে না। গ্রুপ গ্রুপ করে ছাত্রদের পড়াশুনা করানো হবে। ৩১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকদের রাপিড টেস্ট করা হবে। এই সময় বিদ্যালয়গুলো স্যানিটাইজ করা হবে। আজ শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সন্মেলনে একথা জানান। তিনি বলেন, সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা মিড ডে মিল নিতে এলে তাদের পড়াশুনার জন্যে খাতাপত্র ইত্যাদি দিতে হবে সঙ্গে প্রশ্নপত্র পরের সপ্তাহে  তার জবাব লিখে নিয়ে যাবে ছাত্ররা। শিক্ষকদের ঘরে বসে পাঠদান চলবে না। নিযুক্তপত্র পাওয়া টেট শিক্ষকদের সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে যেতে হবে। তিনি জানান, মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস পাওয়া ১৬ হাজার ৯৪৪ জন কম্পিউটারের বদলে ২০ হাজার করে টাকা নগদ দেওয়া হবে। আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অর্থ রিলিজ করা হবে। শিক্ষামন্ত্রী জানান, হাজার নাম ঘরকে আড়াই লক্ষ করে অর্থ দেওয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩৭৭টি পুরনো ধর্মীয় প্রতিষ্টানকে উন্নয়নের লক্ষ্যে ১০ লক্ষ দেবার প্রস্তাব সরকার অনুমোদন করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.