হাফলঙে দুই ড্রাগস ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণে বাজেয়াপ্ত ড্রাগস
বিপ্লব দেব, হাফলং, ২৯ আগস্টঃ
ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে একটি ড্রাগসের ডেরা উচ্ছেদ করল হাফলং পুলিশ। গ্রেফতার দুজন। ধৃতদের নাম ক্রমে হেডস্টোন লুংঘর ও ইমরান হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।
ছবিঃ পুলিশের হাতে ধৃত দুই ড্রাগস ব্যবসায়ী ও পুলিশি অভিযানে উদ্ধার হওয়া ড্রাগস।
ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং জানান - গোপন সূত্রে খবর পেয়ে হাফলং মহাদেব টিলায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ষাট গ্রাম হেরোয়িন নেশাজাতীয় ট্যাবলেট সিরিঞ্জ বাজেয়াপ্ত করে যার বাজার মূল্য অনুমানিক ৭০ হাজার টাকা হবে। তারমধ্যে হেডস্টোন লংঘর আবার পেশায় শিক্ষক বলে জানা গিয়েছে। বর্তমানে এদের হাফলং থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাফলং মহাদেব টিলায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে হাফলং পুলিশ সঙ্গে এই ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িত দুই পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে একটি ড্রাগসের ডেরা উচ্ছেদ করল হাফলং পুলিশ। গ্রেফতার দুজন। ধৃতদের নাম ক্রমে হেডস্টোন লুংঘর ও ইমরান হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।
ছবিঃ পুলিশের হাতে ধৃত দুই ড্রাগস ব্যবসায়ী ও পুলিশি অভিযানে উদ্ধার হওয়া ড্রাগস।
ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং জানান - গোপন সূত্রে খবর পেয়ে হাফলং মহাদেব টিলায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ষাট গ্রাম হেরোয়িন নেশাজাতীয় ট্যাবলেট সিরিঞ্জ বাজেয়াপ্ত করে যার বাজার মূল্য অনুমানিক ৭০ হাজার টাকা হবে। তারমধ্যে হেডস্টোন লংঘর আবার পেশায় শিক্ষক বলে জানা গিয়েছে। বর্তমানে এদের হাফলং থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাফলং মহাদেব টিলায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে হাফলং পুলিশ সঙ্গে এই ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িত দুই পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কোন মন্তব্য নেই