Header Ads

হিমন্তবিশ্ব শর্মা শুধু অসমের নয় জাতীয় লিডার : সাংসদ ডাক্তার রাজদ্বীপ রায়



অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যের সেকেন্ড কমান্ডার ইন চিফ বলে খ্যাত শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ২০২১ সালের বিধানসভার নির্বাচনে না দাঁড়াবার সিদ্ধান্ত থেকে এক চুলও সরলেন না। আজ এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেন, টুইট করে যা জানাবার জানিয়ে দিয়েছি তা নিয়ে সার্জারি করা যায় না। এই টুইটের ইংরাজি ভাষাকেও যদি বুঝতে না পারে তবে অসমীয়া ভাষাতে টুইট করে দেব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত বদল হবে না। তার এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যে নানা চর্চা চলছে  প্রশ্ন উঠছে, তিনি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার জন্যে রাজ্য ছাড়তে চাইছেন? বিজেপি সভাপতি অমিত শাহর ঘনিষ্ট হিমন্ত বিশ্ব শর্মা কি কেন্দ্রীয় মন্ত্রীর কোনো দায়িত্ব পাবেন?  উত্তপূর্বাঞ্চলের সাত রাজ্যের দায়িত্ব নিয়ে সফল হয়েছেন। অনেকের প্রশ্ন, হিমন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে তাকিয়ে আছেন। নানা প্রশ্ন, চর্চার মধ্যে শিলচরের বিজেপি সাংসদ ডাক্তার রাজদ্বীপ রায় বলেন, হিমন্ত বিশ্ব শর্মা শুধু রাজ্যের মন্ত্রী নন, জাতীয় পর্যায়ে তার অবদান আছে তার সাংগঠনিক ক্ষমতার তুলনা নেই। মন্ত্রী ভবেশ কলিতা বলেন, তাকে ছাড়া সব অচল হয়ে পড়বে। অসমের রাজনীতিতে তাকে থাকতেই হবে। সাংসদ পল্লব লোচন দাস তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অসমের যে কোনো সমস্যা সমাধানে তাকে চাইহিমন্ত বিশ্ব শর্মাকে বাদ দিয়ে কিছুই হবে না। তার জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ প্রায় প্রতিদিন বাইরে বেরিয়ে এসে হিমন্তর উপর চাপ সৃষ্টি করে তাকে সিদ্ধান্ত বদল করার কাতর অনুরোধ জানাচ্ছে। তারা বলছে, আবার হিমন্তকে ভোটাররা জেতাবে, মন্ত্রী শর্মা ঘরে বসে থাকলেই হবে। তিনি ঝালুকবাড়ির উন্নয়নে যে কাজ করেছেন তার তুলনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.