Header Ads

করোনা সংক্রমণের মাঝেই চারদিনের বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা মহামারীর মহাসংগ্রামের মাঝে আগামী ৩১ আগস্ট থেকে চারদিনের জন্য বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন আরম্ভ হবে। এই অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বিধানসভা সচিবালয়। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যে সব বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে সে নিয়ে আলোচনা করা হয়। এ সম্পর্কে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেন, কোভিড-১৯-এর গাইডলাইন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে বিধানসভার অধিবেশন। বিভাগীয় প্রশ্ন থাকা মন্ত্রীই শুধু উপস্থিত থাকতে পারবেন সদনে। প্রশ্ন না থাকলে নিজের কার্যালয়ে বসবেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.