Header Ads

প্রত্যাশা মত কংগ্রেস এআইইউডিএফের সঙ্গে সমঝোতা প্রস্তাবে সিলমোহর দিল



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে কংগ্রেস-এআইইউডিএফ নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হল। তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ থাকবেন না। এআইইউডিএফের ১৪টি আসন অক্ষত থাকবে, কংগ্রেস দাবি করবে না। দুটি দল একজোট হয়ে নির্বাচনী প্রচার চালাবে রাজ্যে প্রায় ৪০টি আসন ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তাদের সমর্থন ছাড়া কোনো দল জয় লাভ করতে পারবে না। তাই খুশি হয়ে কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেই ফেলেন, পরিবর্তনকামী বিজেপি সরকার এবার উৎখাত হবে তরুণ গগৈ বলেন, তিনি দলে উপদেষ্টা পদে থেকে কাজ করবেন। কংগ্রেস দলের আজকের কোর-কমিটির সমঝোতার প্রস্তাব, দলের প্রধান বদরুদ্দিন আজমলকে জানানো হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামতিনি বলেন, দুটি দলের কিছু আসন ছাড়া হবে আবার কিছু আসন নেওয়া হবে, এই সমঝোতা করা হবে। বদরুদ্দিন সাহেব বর্তমানে অসমের বাইরে, সেপ্টেম্বরে যৌথভাবে বৈঠক ডেকে সমঝোতা চূড়ান্ত হবে বলে দলের অন্য এক সূত্র জানান। আমিনুল ইসলাম আগেই বলেছেন, দিল্লিতে কংগ্রেস কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এআইইউডিএফ নেতাদের সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। শুধু চূড়ান্ত রূপ দিতে বাকি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.