আসাম বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কারের জন্য ফকিরটিল্লার জনগণের আন্দোলনের হুমকি
পূর্ণিমা নুনিয়া, শিলচর : শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় য়াতায়তের
সড়কের দুরবস্থার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। ফকিরটিল্লা ভরাখাই হাই স্কুল
এর সন্নিকটে রাস্তার খুবই করুন অবস্থা, রাস্তায় প্রকাণ্ড প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা দুর্ঘটনা
শিকার হচ্ছেন। রাস্তার এই ভগ্নদশার জন্য নিত্যদিন দ্বিচক্রযান থেকে পড়ে আহত
হচ্ছেন এই এলাকা দিয়ে যাতায়াতকারী জনগণ । একই অবস্থা রয়েছে শিলকুড়ি অঞ্চলের
রাস্তারও। রাস্তায় প্রকাণ্ড প্রকাণ্ড গর্ত রয়েছে শিলকুড়ি এলাকায়ও। রাস্তার এই
করুণ দশার জন্য নিত্যদিন জনগণ দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই, কাছাড় জেলার উপায়ুক্তকে অবিলম্বে উপযুক্ত
পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানালেন ফকিরটিল্লার জনগণ অন্যথায় সড়ক অবরোধ করার
হুমকি দিয়েছেন ফকিরটিল্লাও তার আশপাশের বৃহত্তর এলাকার জনগণ।
কোন মন্তব্য নেই