Header Ads

অক্ষত রয়েছে রোভার প্রজ্ঞান , দাবি চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার শন্মুগা সুব্রহ্মণ্যনের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২ আগস্টঃ

চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার শন্মুগা সুব্রহ্মণ্যনই প্রথম চন্দ্রযান ২ -এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন। নিজের সেই খোঁজের কথা জানিয়েছিলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে। ল্যান্ডার বিক্রমের খোঁজ পাওয়া নিয়ে শন্মুগা সুব্রহ্মণ্যনকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ধন্যবাদও  জানিয়েছিল। এবার সেই শন্মুগাই জানালেন, তিনি খোঁজ পেয়েছেন রোভার প্রজ্ঞানের ।

টুইটারে শন্মুগা জানিয়েছেন, চন্দ্রযান ২ -এর রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে অক্ষত রয়েছে। বিক্রমের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে কয়েক মিটার দূরেই সেটা রয়েছে। খারাপ অবতরণের জন্য ভেঙে পড়েছিল বিক্রম । কিন্তু তাতে প্রজ্ঞানের কোনও ক্ষতি হয়নি।


শুধু তাই নয় , নিজের দাবির সপক্ষে চন্দ্রপৃষ্ঠে বিক্রম ও প্রজ্ঞানের অবস্থানের ছবিও পোস্ট করেছেন সন্মুগা।


ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন, তাঁরা শন্মুগার কাছ থেকে খবর পেয়েছেন । তাঁদের বিশেষজ্ঞরা সবকিছু খতিয়ে দেখছেন ।


সংবাদমাধ্যমকে সন্মুগা জানিয়েছেন, প্রজ্ঞানের অক্ষত থাকার অনেক কারণ থাকতে পারে । তবে, তার মধ্যে সবচেয়ে জোরাল কারণ হতে পারে ল্যান্ডার বিক্রমের মধ্যে খুবই যত্নে রোভার প্রজ্ঞানকে রাখা হয়েছিল। তাই হতে পারে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিংয়ের  সময় ধাক্কা খেয়ে বিক্রম ধ্বংস হয়ে গেলেও রোভার প্রজ্ঞান অক্ষত ছিল । কিন্তু বিক্রম ধ্বংস হওয়ায় কোনও সংকেত পাওয়া যায়নি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.