Header Ads

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত, মমতা, রাহুলের আরোগ্য কামনা করে টুইট বার্তা


নয়া ঠাহর প্রতিবেদন, নয়া দিল্লি : করোনা সংক্রমণ শেষ পর্যন্ত দেশের প্রশাসনিক প্রধানদের ঘরে পৌঁছিয়ে গেল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজ বিকালে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালের ১৫ তলা ভবনে চিকিৎসার জন্যে ভর্ত্তি করা হয়েছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। গত বুধবার  ক্যাবিনেট বৈঠকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর পুরোহিত্যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২২ জুলাই বয়োজ্যেষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে অমিত শাহের বৈঠক হয়। পশ্চিমবঙ্গের প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধরী, সাংসদ সৌমিত্র খান প্রমুখের সঙ্গে শাহের বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে অমিত শাহের আরোগ্য কামনা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তার আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, প্রধানমন্ত্রী যেহেতু ক্যাবিনেট বৈঠকের সময় উপস্থিত ছিলেন তাই প্রধানমন্ত্রীর হোম কয়রেন্টিনে যাওয়া উচিত। এদিকে, অমিতাভ বচ্চন আজ মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন। করোনা আক্রান্ত হয়ে ২১ দিন আগে ভর্ত্তি হয়েছিলেন। পুত্র অভিশেক বচ্চন ছাড়া পাননি। তার পত্নী ঐশ্বর্য ও কন্যা সন্তান আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছিলেন, তারা আগেই ছাড়া পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.