Header Ads

করোনা আক্রান্ত ২৫ লাখ ছাড়াল ভারতে !!


বিশ্বদেব চট্টোপাধ্যায় 
ভারতে মহামারি করোনাভাইরাসের লাগাম টানা যাচ্ছে না। শনিবার আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৫০ হাজার। করোনায় বৈশ্বিক আক্রান্তের তালিকায় ভারত এখন তিন নম্বরে, আর প্রাণহানির দিক থেকে চার নম্বরে রয়েছে দেশটি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ২৬ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৬ জন। এ পর্যন্ত ৪৯ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখন পর্যন্ত এ রাজ্যে ১৯ হাজার ৪২৭ জন, তামিলনাড়ুতে ৫ হাজার ৫১৪ জন, দিল্লিতে ৪ হাজার ১৭৮ জন, কর্নাটকে ৩ হাজার ৭১৭ জন, গুজরাটে ২ হাজার ৭৪৬ জন, অন্ধ্রপ্রদেশে ২ হাজার ৪৭৫ জন, উত্তরপ্রদেশে ২ হাজার ৩৩৫ জন ও পশ্চিমবঙ্গে ২ হাজার ৩১৯ জনের প্রাণহানি ঘটেছে।
ভারতে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ২২০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, করোনা সংক্রমণে বিশ্বে এখন তৃতীয় স্থানে ভারত। তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন। আর দ্বিতীয় ব্রাজিলে আক্রান্ত ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। মৃত্যু বিবেচনায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন, দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে ৫৫ হাজার ৯০৮ করোনায় প্রাণ হারিয়েছেন। এরপরই ভারতের অবস্থান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.