Header Ads

অসমের শিলচর জন শিক্ষন সংস্থান-এর পত্ৰিকা প্ৰকাশ



নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৫ আগস্টঃ অসমের শিলচর জন শিক্ষন সংস্থান (জেএসএস) দীৰ্ঘ ৩৫ বছরের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্ৰামের ছেলে মেয়েদের দক্ষতার বিকাশ করে আসছে। আৰ্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের দক্ষতা বিকাশ করে আৰ্থসামাজিক উন্নয়ন এই সংস্থার লক্ষ্য। শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ইউ টিউবে জেএসএস-এর একটি পত্ৰিকা উন্মোচন করা হয়। সংস্থার পত্ৰিকাটি উন্মোচন করেন শিলচরের বিজেপি সাংসদ ড০ রাজদীপ রায়।  তিনি বলেন - আমাদের দেশে শিক্ষার ফলে শিক্ষার যে পরিকাঠামো গত ফায়দা থাকার দরকার তার অভাব রয়েছে। বৰ্তমান প্ৰজন্মের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পাশ তো করছেন কিন্তু তাদের মধ্যে প্ৰ্যাক্টিক্যাল জ্ঞানের অভাব দেখা যাচ্ছে। বইটিতে দক্ষতা বিকাশের ক্ষেত্ৰে সংস্থা নেওয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং কাৰ্যসূচির বিবরণ তুলে ধরা হয়েছে। এদিন পত্ৰিকাটি উন্মোচন করে আগামী দিনে গরীব দুঃস্থ লোকেদের শিলচর জন শিক্ষন সংস্থান মাৰ্গ দৰ্শন দিবে বলে আশা প্ৰকাশ করেন তিনি। 

ইউটিউবে এদিনের অনলাইন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ৰখ্যাত আন্তৰ্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। তিনি বলেন যে তিনি জেএসএসের সঙ্গে তাঁর কলেজবেলা থেকেই পরিচয় রয়েছে।  তখন জেএসএস শ্রমিক বিদ্যাপীঠ নামে পরিচিত ছিল। কল্যাণ আশ্রমের সাথে  জেএসএস-এর ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। এই দুই সংস্থা মিলে আদিবাসী যুবকদের দক্ষতার ক্ষমতায়নে এখন পৰ্যন্ত বহু কাজ করেছে। স্বামী বিবেকানন্দ যেমন স্বপ্ন দেখতেন বেকার যুবকদের দক্ষতা শক্তিশালীকরণ এবং তাদের আত্মবিশ্বাসের স্তর বাড়ানো এক্ষেত্ৰে সংস্থাটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণদিশানন্দ জি মহারাজ, দিল্লি থেকে ভিজুয়্যাল এক্সপাৰ্ট ড০ শ্ৰেয়া চট্টোপাধ্যায় প্ৰমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংক্ষিপ্ত আকারে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। ড০ শ্ৰেয়া চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কিশোর কিশোরীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও দৰ্শক শ্ৰোতাদের মনোরঞ্জন করেছে। গোটা অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন জেএসএস-এর ডিরেক্টর সৌভিক দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.