Header Ads

কবিতা


 চিত্ৰশিল্পী শিলচরের ষষ্ঠ শ্ৰেণির ছাত্ৰ সৌম্যদীপ বিশ্বাস

 সম্মিলিত পদক্ষেপ

   -অটল বিহারী বাজপেয়ী-

 বাধা আসে তো আসুক,
 প্রলয় আসে তো আসুক

পায়ের নীচে আগুন,
মাথায় যদি বর্ষে অগ্নিশিখা,

নিজের হাতে হাসতে হাসতে
আগুন লাগিয়ে জ্বলতে হবে।

পায়ে পা মিলিয়ে চলতে হবে।

হাসি-কান্নায়, তুফানে,
অসংখ্য বলিদানে,

উদ্যানে, মরুভূমিতে,
অপমানে, সম্মানে,

উন্নত শির, চওড়া বুক,
যন্ত্ৰণা সহ্য করতে হবে!

পায়ে পা মিলিয়ে চলতে হবে।

আলোতে, অন্ধকারে,
কালের পলিতে, মধ্য প্ৰান্তে,

চরম ঘৃণায়, নিষ্পাপ প্রেমে,
তৎক্ষণিক জয়ে, দীৰ্ঘ পরাজয়ে,

জীবনের অজস্র হাতছানিকে,
আশা-আকাঙ্খাকে জলাঞ্জলী দিতে হবে।

পায়ে পা মিলিয়ে চলতে হবে।

সামনে বিস্তীর্ণ ধৈর্যের পথ,
চিরন্তন প্রগতির কোন বিরাম নেই,

সুসজ্জিত আনন্দময় শ্রম,
 অসফল, সফল সমান মনোরথ।

সবকিছু দিয়েও কিছু চেয়ো না,
বর্ষা হয়ে ঝরতে হবে।

পায়ে পা মিলিয়ে চলতে হবে।

কণ্টকাকীর্ণ জীবন,
প্রখর প্রেম থেকে বঞ্চিত জীবন,

নীরবতায় মুখরিত মধুবন,
জনহিতে অর্পিত নিজের দেহ-মন,

জীবনের অগুণতি আহুতির মধ্যে,
জ্বলতে হবে, দ্রবীভূত হতে হবে।

পায়ে পা মিলিয়ে চলতে হবে।


[ভারতরত্ন তথা দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর এই অনুবাদকৃত সংস্করণ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত। মূল হিন্দী কবিতার অনুবাদ করেছেন দিল্লিনিবাসী আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.