Header Ads

তাকে দিল্লিতে তলব করা হয়নি, অসত্য খবর পরিবেশন করা হয়েছে, দাবি রিপুন বরার

অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী ১০ আগস্ট কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর সময়সীমা এক বছর পূর্ণ হবে। এর মধ্যে পুনরায় রাহুল গান্ধীকে সভাপতি পদে বসানো হতে পারে বলে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা আজ সকালে এই প্রতিবেদককে জানান। তিনি গতকাল মাজুলির বন্যা দুর্গত এলাকা থেকে ফিরে আজ এই প্রতিবেদকের কাছে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক নানা বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, গত পরশু সোনিয়া গান্ধীর ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। তাকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে বলে একাংশ সংবাদপত্রে ভিত্তিহীন অসত্য খবর পরিবেশন করা হয়েছে। সোনিয়া গান্ধী স্বয়ং অসমের বন্যা পরিস্থিতি নিয়ে দুর্গত মানুষের পাশে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দিল্লি যাওয়ার জন্য বলেননি। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে এক চক্রান্ত হচ্ছে। বিজেপি'র উস্কানি থাকতে পারে। তিনি দাবি করেন, কংগ্রেস দল ক্রমশঃ শক্তিশালী হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ প্রতিজন কংগ্রেস নেতা-কর্মী তার পাশে আছে। বিভিন্ন আঞ্চলিক দল সংগঠন কংগ্রেস দলকে সমর্থন করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.