Header Ads

স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভত্তি হয়ে আছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই দ্রুত আরোগ্য লাভের জন্য প্লাজমা থেরাপি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজের সুপার অভিজিৎ শর্মাকেও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের ২৮ দিন বাদ প্লাজমা দেবার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জি এম সি-তে ৫৫ জনকে প্লাজমা দেওয়া হয়েছে। আগে ২৬ জনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। ৪০০ জন প্লাজমা দেবার জন্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। ৭০০ জন দিতে রাজি হয়েছে। রাজ্যে ৪০ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছেন। এই মারণ রোগ মোকাবিলায় কেন্দ্র ১৬০ কোটি টাকা দিয়েছে। বাকি টাকা রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হয়েছে। তিনি অভিযোগ করেন, পি পি কিট কেনা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দল অসত্য অভিযোগ করছে। সরকার সবচেয়ে কম দামে কিট কিনেছে, এক পয়সারও দুর্নীতি হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.