Header Ads

কালাইন কোয়ারিতে জমি নিয়ে বনবিভাগ বনাম বাগান শ্রমিকের দ্বন্দ


সত্যজিৎ নাথ, কাটিগড়া : উল্লেখ্য,  কালাইন বাগানের একাংশ শ্রমিক বেশ কিছুদিন থেকে কালাইন কোয়ারি থেকে পাথর সংগ্রহ করতে বাধা দিয়ে আসছিল, এবং দু-তিনদিন আগে কাটিগড়া সার্কল মেজিস্ট্রেট প্রাঞ্জিত দেবের উদ্দেশ্যে এক অভিযোগ নামা ও জমা দেয়। তাদের অভিযোগ হল, বনবিভাগ তাদের জমির উপর দিয়ে কোয়ারি থেকে পাথর বহন করে চলেছে। ফলে ফসল নষ্ট হচ্ছে তাদের। এনিয়েই শুরু হয়েছে বনবিভাগ বনাম বাগান শ্রমিক দ্বন্দ, এবং এরফলে প্রায় লক্ষাধিক টাকার রাজস্ব হারিয়েছে সরকার বলে জানা গেছে। ব্যাপারটা সার্কল অফিসে তদন্তাধীন রয়েছে।  এদিকে শুক্রবার শ্রমিকরা নদীতে বেড়া দিয়ে ব্যারিকেড বসিয়ে দিলে কোয়ারির ভিতরে আটকা পড়ে যায় পাথর সংগ্রহে আসা প্রায় ৩০ টি ড্রাম্পার। এনিয়ে বনবিভাগের পক্ষ থেকে সার্কল অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে বিকেলে আনুমানিক চারটে নাগাদ দলবল সহ রেঞ্জ অফিসার পিংকু সিনহাকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন সার্কল মেজিস্ট্রেট প্রাঞ্জিত দেব। রেঞ্জ অফিসারের কাছ থেকে বিষয়টি বিস্তারিত জেনে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন প্রাঞ্জিত দেব।  সার্কল অফিসারের কাছ থেকে শ্রমিকদের নদীতে বেড়া দিয়ে ব্যারিকেড বসিয়ে সরকারি রাজস্ব মার খাওয়ানো তথা আইন হাতে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে, সার্কল মেজিস্ট্রেট প্রাঞ্জিত দেব অভিযোগকারী ও বনবিভাগকে আগামী সোমবার জমির নথিপত্র সহযোগে সার্কল অফিসে হাজির থাকার নির্দেশ দেন এবং এর পাশাপাশি কর্মীদের পাঠিয়ে উঠিয়ে দেন ব্যারিকেড । তাছাড়া, আগামী সোমবার দু-তরফের নথি যাচাইয়ের আগে গাড়ি চলাচলে কোনোরূপ বাধা দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে শ্রমিকদের কড়াভাবে হুঁশিয়ারি দেন মেজিস্ট্রেট প্রাঞ্জিত দেব। এদিকে,  শুক্রবার কালাইন কোয়ারিতে ড্রাম্পার গাড়িগুলো বন্ধ করে দেওয়ার ফলে সরকারের কয়েক লক্ষ টাকার রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া,  নদীর মধ্যে কারো ব্যক্তিগত জমি থাকা কোনভাবেই সম্ভব নয় বলে জানান কালাইন রেঞ্জ অফিসার পিংকু সিনহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.