Header Ads

অখিল গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রোজেক্ট করলো কৃষক মুক্তি সংগ্রাম সমিতি


অমল গুপ্ত, গুয়াহাটি : এবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সাংবাদিক সন্মেলন ডেকে কারারুদ্ধ অখিল গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রোজেক্ট করল। সংগঠনের সভাপতি ভাস্কো ডি শইকিয়া সংবাদিক সম্মেলনে দলের উপদেষ্টা অখিল গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করে বলেন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি নতুন রাজনৈতিক দল খুলবে। অখিল জেল থেকে বেরিয়ে নতুন দলের নাম ঘোষণা করবেন। তিনি বলেন, নতুন দল ধর্ম-ভাষা-জাতি নির্বিশেষে সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। অসমের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করবে। সারা রাজ্যের মানুষ অধীর আগ্রহে অখিলের মুক্তির দিকে তাকিয়ে আছে। সভাপতি দাবি করেন, সাম্প্রদায়িক ভিত্তিতে নতুন দল গঠন করা হবে না। এদিকে, কংগ্রেস, এআইইউডিএফ ও অন্যান্য দল নিয়ে গঠিত প্রস্তাবিত মহাজোটের মধ্যে কংগ্রেস দলে উজান অসম লবি ক্রমশ সরে আসছে। মরিয়নির কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মির পর আজ গোলাঘাটের বিধায়ক প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ, যোরহাটের প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের কাছে গিয়ে এআইইউডিএফ-কে সঙ্গে নেওয়ার তীব্র বিরোধিতা করেন। এর আগে বিরোধী দলপতি নাজিরার দেবব্রত শইকিয়া ও এআইইউডিএফ জোটের বিরোধিতা করেছেন। এই প্রস্তাবিত জোট যদিও এখনও মুখ্যমন্ত্রী পদে  কাউকে প্রজেক্ট করে নি। আজ তরুণ গগৈয়ের পক্ষ থেকে হঠাৎ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নামটি উঠে আসে। যাকে নিয়ে এত বিতর্ক সেই এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল ঘনিষ্ট সূত্রে এটাই বলেছেন, তার মুখ্যমন্ত্রী পদে বসার কোনো ইচ্ছা নেই। এআইইউডিএফ কংগ্রেস দলের সঙ্গে প্রাথমিকভাবে সমঝোতা করার প্রস্তাব গ্রহণের পর থেকে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বার বার তরুণ গগৈকে কটাক্ষ করে সাম্প্রদায়িক মন্তব্য করে যাচ্ছেন। আজ তরুণ গগৈকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করে বলেন, তিনি পুত্র প্রেমে অন্ধ হয়ে এআইইউডিএফের সঙ্গে জোট বেঁধে জাতি-ধর্মকে বিক্রি করছেন। ৯০ বছর বয়সে গীতা পাঠ, সংকীর্তন ছেড়ে আজমলকে নিয়ে পড়েছেন। এর জবাবে তরুণ গগৈ বলেছেন, গীতাও পড়বো রাজনীতিও করবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.